আবদুল হামিদ, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে “খামারি” মোবাইল আ্যাপের কার্যকারিতা যাচাইয়ে উচ্চ ফলনশীল বোরো ধানের (ব্রি ধান-২৯) প্রদর্শনী ও পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি AWD প্রদর্শনী ট্রায়ালের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মধুপুর পৌর শহরের নরকোনা গ্রামে মঙ্গলবার (৪ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাকুরা নাম্নী এর সভাপতিত্বে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মো.কবির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল
কৃষিসম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ীর অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মো. সাজ্জাদ হোসেন তালুকদার প্রমুখ।
মাঠ দিবসে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলার উদ্যানতত্ববিদ মো. রাসেল পারভেজ তমাল, মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহারিয়া আক্তার রিভা,কৃষি সম্প্রসারণ অফিসার,তাজমি নূর রাত্রি। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এরশাদ আলী, রেহেনা আক্তার সহ অন্যন্য উপসহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক, সুধিমহল সহ অত্র এলাকার কৃষক কৃষাণী গন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম রাজু।