বিকাশ স্বর্নকার, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সোনাতলার সদর ইউপির চকসৈয়দপুর ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে রাত্রীকালীন ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত নয়টায় চকসৈয়দপুর ইটের ভাটা মাঠে এ খেলার উদ্ভোধন করেন ক্রীয়াপ্রেমী আঃ রাজ্জাক মন্ডল। খেলাটি গতবছর সংসদ নির্বাচনের আগে শুরু হয়।
তবে নির্বাচনের কারণে ফাইনাল খেলা দিতে পারেনি কমিটি। সে কারণে ওই খেলাটি আয়োজক কমিটি সম্পুর্ন করলেন। ফাইনাল খেলায় বড়িয়াহাট খেলোয়াড় কল্যাণ সমিতি ও রাখালগাছি আর সিসি ফুটবল ক্লাব অংশগ্রহণ করেন। খেলার মাঠে দর্শক ছিল কানাই কানাই পরিপূর্ণ। খেলায় ছিল বারংবার আক্রমণ ও পাল্টা আক্রমণ সে সময়ে দর্শকদের মধ্যে ছিল ব্যপক উত্তেজনা।
তবে ৫০মিনিট খেলা চলাকালীন সময়ে কোন গোল না হলে অবশেষে রেফারীর সিদ্ধান্তে স্ট্রাইবেকারে গড়াই। স্ট্রাইবেকারে রাখালগাছি দুই গোলে জয়লাভ করেন। খেল শেষে উভয় পক্ষকে দুটি রড় খাসি (ছাগল) শুভেচ্ছা পুরুস্কার দেয় আয়োজক কমিটি। খেলাটি পরিচালনা করেন রেফারি হান্নু সরকার ও ধারা ভাষ্যয় ছিলেন রফিকুল ইসলাম ও মুসা মিয়া।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও হযরত রাফিউল্লাহ ফাউন্ডেশন সত্তাধারী রফিকুল ইসলাম (রফিক),সুরধনী জুয়েলার্সের সত্তাধীকারী শুশান্ত চন্দ্র কর্মকার, সমাজসেবক মোঃ নুর আলম সরকার সাবিরুল,আঃ কাফি মন্ডল, আনোয়ারুল ইসলাম,ঢান্ডা শেখ,মিঠু সাহা, বিশিষ্ট ব্যবসায়ী গাদলু সাহা ও প্রভাষক আহসানুল মোমেনীন সোহেল।