বিকাশ স্বর্নকার, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সোনাতলায় থানা পুলিশের চিরুনি অভিযানে ১০জন গ্রেফতার। থানা সুত্রে জানাগেছে,গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী,বিপিএম পিপিএম,এর দিক নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) এর তত্বাবধানে থানা পুলিশের দশজনের এক চৌকষ দল উপজেলার বিভিন্ন এলাকায় ব্যপক অভিযান পরিচালনা করে।
এ অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা ও ওসি তদন্ত আবু সুফিয়ান। তাদের অভিযানে আদালতের বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা মুলে আসামি দশজন আসামিকে গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন, উপজেলার পাতিলাগুড়া গ্ৰামের বিটুল শেখের ছেলে পারভেজ শেখ,বালুয়াপাড়া গ্ৰামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মকিদুল প্রামানিক,মকিদুল প্রামানিকের স্ত্রী চামেলি বেগম এবং একই গ্ৰামের মফিবুল ইসলামের মেয়ে শাপলা বেগম,শিহিপুর গ্ৰামের বোয়াজ্জুমা ইসলামের ছেলে শাহিন ইসলাম,কোড়াডাংগা গ্ৰামের মৃত হালিম উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম,দক্ষিণ আটকরিয়া গ্ৰামের এনামুল হকের ছেলে উজ্জল হোসেন,ছাতিয়ানতলা গ্ৰামের সাধু বেপারীর ছেলে রহিদুল ইসলাম,মহেসপাড়া গ্ৰামের জমির উদ্দিনের ছেলে আবুল হারেছ,পৌর এলাকার নিত্যনন্দনপুর গ্ৰামের মৃত এমদাদুল হকের ছেলে আহসান হাবীব।৬ই মার্চ বুধবার পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন ব্যপক অভিযান চালিয়ে দশজনকে গ্ৰেফতার করা হয় এবং আইনী প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।