• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
বাঁশখালীতে ৬৪৫ বোতল বিদেশী মদ জব্দ, গাড়ি সহ গ্রেফতার-০৩ রেড ব্রিজ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্লাশ পার্টি ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন আমতলীতে অর্থনৈতিক শুমারি উপলক্ষে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভায় হট্টগোল ও হাতাহাতি নোয়াখালীতে নিখোঁজের ১০ দিন পর খালে মিলল বেদের মরদেহ প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রথমবার সচিবালয়ে বৈঠকে ডা. শফিকুর রহমান বলেন, মুক্তিযুদ্ধে কোনো ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে জামায়াত নবলোক ও ওয়াটার এইড এর যৌথ উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে “Gender Transformative WASH” বিষয়ে প্রধান শিক্ষকদের সাথে মত বিনিময় স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিগম্যতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার গোনালী একটি পতিত জমিতে জাতীয় ফুল শাপলা স্মৃতির আসনে জায়গা নিয়েছে

কপিলমুনিতে পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ, ককটেল উদ্ধার; আহত ৩ পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা):

পাইকগাছার সীমান্তবর্তী কপিলমুনি ইউপি’র কাশিমনগর বাজারে পুলিশের পেট্টোল গাড়ি লক্ষ করে ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঘটনায় অন্তত ৩ পুলিশ আহত হয়েছে। এসময় পুলিশ আত্নরক্ষার্থে ৪ রাউন্ড গুলি বর্ষণ করলে দূর্বৃত্তরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি তাজা ককটেল ও ২টি বিস্ফোরিত ককটেলের খোঁসা উদ্ধার করেছে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

এদিকে পুলিশের গাড়ি লক্ষ করে ককটেল নিক্ষেপের ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক কপিলমুনি সদরে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একটি প্রতিবাদ মিছিল বের হয়।

পাইকগাছার কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদশক জাহাঙ্গীর হোসেন জানান, আজ সোমবার বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচী সফল ও সরকার উৎখাৎ ষড়যন্ত্রের খবরে কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই শাহজুল ইসলাম, এএসআই মতিউরের নের্তৃত্বে একদল পুলিশ পেট্টোল গাড়ি নিয়ে সীমান্তবতী পুলিশ চেকপোস্ট এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কাশিমনগর নির্মানাধীন গ্রামীন মার্কেটের কাছে পৌছালে আকস্মিক অজ্ঞাত পরিচয় মুখোশধারী দূর্বৃত্তরা সংঘবদ্ধভাবে পুলিশের গাড়ি লক্ষ্য করে ২টি ককটেল নিক্ষেপ করে। কোন কিছু বুঝে ওঠার আগেই তারা গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

এসময় এসআই শাহজুল ইসলামসহ অন্তত ৩ জন পুলিশ আহত হয়। পুলিশও আত্নরক্ষার্থে দূর্বৃত্তদের লক্ষ করে ৪ রাউন্ড গুলি বর্ষণ করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি তাজা ককটেল, ২টি বিস্ফোরিত ককটেলের খোঁসা, লাঠি-সোটা ও দূর্বৃত্তদের ব্যবহৃত ইট-পাটকেল উদ্ধার করেছে।

ককটেল ও গুলির শব্দ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছান স্থানীয় কাশিমনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শেখ রবিউল ইসলামসহ অনান্যরা। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে ২/৩ জন পুলিশকে আহত অবস্থায় দেখেন। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে তাজাসহ ৫টি ককটেল উদ্ধার করে বলেও জানান তিনি। এসময় তিনি বলেন, ঘটনার সময় বিদ্যুৎ ছিলনা।

ঘটনার শিকার পেট্টোল গাড়িতে ডিউটিরত এসআই শাহজুলের কাছে জানতে চাইলে তিনি বলেন। হরতাল সমর্থকরা তাদের পুলিশের গাড়ি লক্ষ করে ককটেল নিক্ষেপ করলে তিনিসহ ৩জন পুলিশ আহত হন। আত্নরক্ষার্থে তারা দূর্বৃত্তদের লক্ষ করে ৪ রাউন্ড গুলি বর্ষণ করলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ঘটনার সময় বিদ্যুৎ ছিলনা। আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছেন। পরে বিস্তারিত জানাবেন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ