এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা):
ঈদুল আযহার দ্বিতীয় দিনে সড়ক দুর্ঘটনায় খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি স্কুলের মেধাবী ছাত্র সজীব (১৬), ও নানি সাহিদা বেগম (৬০) এর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনাস্থলেই স্মৃতি রক্ষার্থে নিহত ছাত্রের নামানুসারে সজীব চত্তরের নামে জায়গাটির নামকরণের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার কাশিমনগর ইটভাটা সংলগ্ন ত্রিমুখী রাস্তার মোড়টি “সজিব চত্ত্বর” নামকরণসহ এর উদ্ভোধন করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন। সন্তান হারানোর বেদনায় প্রায়ই সজীবের মা আর্জিনা বেগমকে দুর্ঘটনাস্থলে গিয়ে রাস্তায় উপর গড়াগড়ি দিয়ে সন্তান ও মা হারানো শোক জ্ঞাপন করতে দেখেন এলাকাবাসী।
এমন হৃদয় বিদারক ঘটনাটি খুলনা ৬ সংসদ সদস্য মোঃ আকতারুজ্জামান বাবু ও উপজেলা নির্বাহী অফিসার পাইকগাছার দৃষ্টি গোচর হয়। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে কপিলমুনি ইউনিয়ান পরিষদ ও নিরাপদ সড়ক আন্দোলন যৌথ ভাবে সড়ক সচেতনতার লক্ষে সজীব চত্তর নামকরণে সহযোগিতা করেন। রবিবার এর আনুষ্ঠানিক ভাবে “সজীব চত্তর” নামে স্থানটির নাকরণের শুভ উদ্ভোধন করা হল সজীব সচেতন চত্তর নামক নতুন দিগন্ত।
এ সময় উপস্থিত ছিলেন, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, নিরাপদ সড়ক চাই’য়ের দক্ষিণাঞ্চল শাখার সভাপতি এইচ এম শফিউল ইসলাম, ইউপি সদস্য শেখ রবিউল ইসলাম, সাংবাদিক মিন্টু অধিকারী, মোঃ হাফিজুর রহমান, মোঃ ফরিজুল ইসলাম, নিহত সজিবের মাতা আর্জিনা বেগম, পিতা মোঃ আব্দুল আজিজ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।