এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা):
খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কপিলমুনি কলেজের ২০২৩-২৪ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ অক্টোবর) বেলা ১১ টায় এ উপলক্ষে কপিলমুনি কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. মো: আহসান হাবীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের কলেজ পরিদর্শক, সীমর কুমার কুন্ডু, বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো: সিরাজুল ইসলাম, পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস।
উপস্থিত ছিলেন, দীপ্ত নিউজ২৪.কম’র সম্পাদক ও কপিলমুনি কলেজ পরিচালনা পরিষদের সদস্য শেখ দীন মাহমুদ, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মো: কওছার আলী জোয়ার্দ্দার, পরিচালনা পরিষদ সদস্য রাম প্রসাদ পাল, প্রনব কান্তি মন্ডল, কপিলমুনি প্রেস ক্লাবের আহ্বায়ক জি,এম আব্দুর রাজ্জাক রাজু, এ্যাড. বিপ্লব কান্তি মন্ডল, বণিক সমিতির সাবেক সভাপতি এম,বুলবুল আহমেদ, খেদমত এ খালক্ এর হাসানুর রহমান, কলেজের শিক্ষক, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক নের্তৃবৃন্দ, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের নের্তৃবৃন্দ এবং কলেজের নবীন শিক্ষার্থীদের পাশাপাশি সর্বস্তরের শিক্ষার্থীরা।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠ শেষে আমন্ত্রিত অতিথিদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন, কলেজ অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ শিক্ষকবৃন্দ। এরপর আগত অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের মাঝে ফুল, কলম ও ক্লাস রুটিন তুলে দেন। শেষে অতিথিবৃন্দদের মাঝে কলেজের পক্ষে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শফিউল ইসলাম।