মোঃ রিয়াজুল সোহাগ, নোয়াখালী থেকেঃ
মুক্ত রাজনৈতিক আন্দোলন নোয়াখালী জেলা টিমের উদ্যোগে বেগমগঞ্জ যুব উন্নয়ন টেকনিক্যাল ইনস্টিটিউট হক শপিং মল লিফটের-৭ এর সভাকক্ষে ৭ অক্টোবর শনিবার বিকাল ৩টায় স্বরূপ হাসান শাহীন এর লেখা ভূমিপুত্র সিরাজুল আলম খান আজ ও আগামীকাল বইয়ের উপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
মুক্ত রাজনৈতিক আন্দোলন নোয়াখালী জেলা টিমের সভাপতি মোহাম্মদ হামিদুল হক এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বইয়ের লেখক স্বরূপ হাসান শাহীন, আরো আলোচনা করেন বাসদ (মাহবুব) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক এডভোকেট শ্যামল কান্তি দে, বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ পরিষদ এর চেয়ারম্যান এম এ আউয়াল, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আলম খান এর সহচর মোহাম্মদ উল্যাহ, মুক্ত রাজনৈতিক আন্দোলন এর কেন্দ্রীয় সংগঠক মশিউর রহমান মসী, মিয়া মালেক রেদওয়ান সিদ্দিকী (রানা সিদ্দিকী), লুৎফর আলম চৌধুরী খসরু, বিএইচ বেলাল, শামছুল আলম রবি প্রমূখ।
সভায় বক্তাগণ বলেন, রাজনৈতিক দার্শনিক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নিউক্লিয়াস ও বিএলএফ এর প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান এর ১৪ দফা বাস্তবায়ন ছাড়া বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট থেকে জাতি মুক্তি পাবে না। তারা আরো বলেন, সিরাজুল আলম খান তাঁর ১৪ দফায় রাষ্ট্র কাঠামো এবং শাসন ব্যবস্থা সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়ে দলীয় ও অদলীয় উভয় রাজনীতির সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার রূপরেখা বর্ণনা করেছেন। আমরা সরকার, রাজনৈতিক দল এবং জনগণের কাছে অবিলম্বে ১৪ দফা বাস্তবায়নের দাবি জানাই।