রনজিত কুমার পাল (বাবু), স্টাফ রিপোর্টারঃ
জাতীয় স্হানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই পৌরসভা কর্তৃক বর্ণাঢ্য আয়োজনে র ্যালি ও উপকারভোগীদের নিয়ে সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে ধামরাই পৌরসভা চত্বরে জাতীয় স্হানীয় সরকার দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র ্যালি পৌর চত্বর থেকে বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভার চত্বরে এসে শেষ হয় এরপর ধামরাই পৌরসভা কর্তৃক আয়োজিত উপকারভোগীদের নিয়ে সভা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্হানীয় সাংসদ ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
এ’সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকি,ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিশিষ্ট সমাজ সেবক শফিক আনোয়ার গুলশান, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাসুম খান, সরকারি দেবেন্দ্র কলেজ এর সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবু বকর সিদ্দিক,ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ খান লাল্টু, ধামরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ শহীদুল্লাহ, ধামরাই পৌরসভার প্যানেল মেয়র ও ৩ নং ওয়ার্ড কাউন্সিল মোঃ মোকছেদ আলীসহ ধামরাই পৌরসভার অন্যান্য কাউন্সিলরগন এ’সময় উপস্থিত ছিলেন।
এ’সভায় আলোচকবৃন্দ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের চিত্র তুলে ধরেন ।তার মধ্যে মুক্তিযোদ্ধা ভাতা,বয়স্ক ভাতা,বিধবা ভাতা,মাতৃকালীন ভাতা সহ সরকার জনস্বার্থে নানামুখী উদ্যোগ নিয়েছে সেগুলো তুলে ধরেন।
করোনা কালে জীবনের ঝুঁকি নিয়ে ধামরাই পৌরসভার মেয়র, কাউন্সিলরবৃন্দ ও অন্যান্য জনপ্রতিনিধিগন জনগণের সেবা দিয়েছে তাদের ও আমন্ত্রিত অতিথিদের সম্মাননা হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়।