এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা):
খুলনার পাইকগাছায় মৎস্য ঘের থেকে বিশ্বজিৎ সানার লাশ উদ্ধারের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই উত্তম কুমার চক্রবর্তী জানান, বিশ্বজিৎ সানা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে
শুক্রবার রাতে (১১ আগষ্ট) মৎস্য ঘের মালিক চেচুয়া গ্ৰামের মৃত আব্দুর রহমানের ছেলে দুই সহোদর জাহিদুর রহমান (৪২) হাসানুর রহমান (৩৫) ও মৎস্য ঘেরের বাবুর্চি রিয়াদ গাজী (৩৮) আটক করা হয়।
শনিবার ৭দিনের রিমান্ডের আবেদন শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিশ্বজিৎ সানা হত্যাকাণ্ডের ঘটনায় তার ভাই জয়দেব সানা বাদি হয়ে অজ্ঞাত নামা ব্যক্তিদের নামে একটি হত্যা মামলা দায়ের করে। উল্লেখ্য বিশ্বজিৎ সানা ৬ আগষ্ট রাত থেকে নিখোঁজ ছিল।
পরিবারের সদস্যরা তাকে খুুঁজে পায়নি। নিখোঁজের তিনদিন পর বুধবার (৯ আগষ্ট) সকালে আমুরকাটা দীঘা সীমানার দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী চিংড়ির ঘেরে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ মাছের ঘের থেকে লাশটি উপরে তুলতেই হারিয়ে যাওয়া বিশ্বজিৎ সানা বলে তার পরিবার শনাক্ত করে। এসময় লাশের গায়ে টি শার্ট ও পরোনে লুঙ্গি ছিল।