বিকাশ চন্দ্র স্বর্নকার, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সোনাতলায় বৃষ্টির পানিতে ভরেছে খালবিল পানি পেয়ে রিতিমত খুশিতে কৃষক দিচ্ছে পাট জাগ। গত ক’দিন আগে টানা তিন দিনের ভারী বর্ষণে উপজেলার খালবিল পুকুর ডোবা পানিতে ভরে গেছে। যদিও এবার উপজেলার কৃষক পানির অভাবে ক্ষেত হতে পাট কেটে জাগ দেওয়া নিয়ে ছিলেন চরম হতাশায়। অপরদিকে এবার প্রচন্ড তাপদাহের কারণে অনেকেরই জমির পাট শুকিয়ে কিছুটা নষ্ট হয়েছে। কিন্তু অবশেষে কাঙ্খিত বৃষ্টি পেয়ে কৃষক খুশিতে মনের সুখে গান গাইতে গাইতে ক্ষেতের পাট একত্রিত করে বেঁধে বিল এবং খালের পানিতে ডুবে আবর্জনা ও মাটি দিয়ে ডুবিয়ে দিচ্ছেন জাগ।
উপজেলার বিভিন্ন এলাকার গিয়ে স্থানীয় কৃষকদের সাথে কথা হলে তাঁরা জানান,এবার পাট লাগানো থেকে শুরু করে খুব একটা বৃষ্টির দেখা মেলেনি। আমরা এলাকাবাসী পাট কাটার সময় পার হয়ে গেলেও ক্ষেত্রের পাট কাটিনি পানির অভাবে। তবে গত ক’দিন আগে টানা তিন দিনের অবিরাম বৃষ্টিতে আমরা একটু দেরিতে হলেও পাট কেটে এখন জাগ দিচ্ছি। তারা আরো বলেন এবার পাটের বাজারো ভালো আশা করছি এখন থেকে নিয়মিত রৌদ্র হলে পাট সহ পাটখড়ি শুকানো যাবে সম্ভব হবে।
উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ সোহরাব হোসেন বলেন,দেরিতে হলেও বৃষ্টি পেয়ে খুশিতে কৃষক তবে পানিতে খালবিল ভরে গেছে এবং এতে করে পাট নিয়ে কৃষকের দূরচিন্তা করার কোনো কারণ নেই বলে তিনি মনে করেন।