রনজিত কুমার পাল (বাবু), স্টাফ রিপোর্টারঃ
রাজধানী ঢাকার অদূরে ধামরাইয়ে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীগন বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টেয অংশ গ্রহণ করেন।
এ’টুর্নামেন্টের ফাইনাল খেলা মঙ্গলবার ধামরাই পৌর এলাকার ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় দক্ষিন দেপাশাই সরকারী প্রাথমিক বিদ্যালয় শাসন সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে হাড়িয়ে ট্রফি জিতে নেয়।
অপর দিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নিকলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে কালামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। দুটি খেলা এই দিনে সকাল বিকাল অনুষ্ঠিত হয়েছে।
গত জুনের ২ তারিখ শুরু হওয়া এ খেলায় ঢাকার ধামরাই উপজেলায় ১৭১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় এই টুর্ণামেন্টে অংশ গ্রহন করেছে।২৫ জুলাই চুড়ান্ত পর্বের মধ্য দিয়ে শান্তি পূর্নভাবে এই টুর্ণামেন্ট শেষ হলো হয়েছে বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাম্মাত তাজমুন্নাহার।
সকাল দশটায় প্রথমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় উদ্ধোধন করেন ধামরাইয়ের ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকী।
বিকেলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিকেলে ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাম্মাত তাজমুন্নাহার সহ অনেকে বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী।
সব শেষে বিকেলে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্হানীয় ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।