বিকাশ চন্দ্র স্বর্নকার, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সোনাতলায় ১৪বোতল নিষিদ্ধ ঘোষিত ফেন্সিডিল সহ ১জন এবং অন্যান্য মামলার ৩জন আসামিকে গ্ৰেফতার করেছে পুলিশ।
থানাপুলিশ জানিয়েছেন,বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর সার্বিক নির্দেশনায়, এএসপি শিবগঞ্জ সার্কেলের তত্বাবধানে ও সোনাতলা থানার, অফিসার ইনচার্জ সৈকত হাসানের পরিচালনায়, এসআই মোঃ নাজিম উদ্দিন, এসআই মোঃ মাহমুদুল হাসান, এএসআই রমেন কুমার সাহা, এএসআই মোঃ নাসির উদ্দিন, এএসআই মোঃ আঃ ছালাম,সঙ্গীয় ফোর্স নিয়ে ১৮ই জুলাই মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্যপক অভিযান পরিচালনা করে বিভিন্ন জায়গায় থেকে তাদের গ্ৰেফতার করে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্ৰহন করে পুলিশ।
থানার মামলা নং-০৭/৮২ (১৪ বোতল) মাদকদ্রব্য ফেন্সিডিল সহ মামলার আসামী হলেন, সারিয়াকান্দি উপজেলার দক্ষিণ হিন্দুকান্দি গ্ৰামের মৃত মনির উদ্দিনের ছেলে মোঃ মামুন মিয়া (৩৭),এবং অন্য মামলায় ওয়ারেন্ট ভুক্ত মামলার আসামীরা হলেন, পৌরসভার গড়ফতেপুর গ্ৰামের মৃত নান্টু সরকারের ছেলে মোঃ তুহিন (২৫),উপজেলার হরিখালী গ্ৰামের মোঃ মোফাজ্জল হোসেনের ছেলে মোঃ আজিজুল হক,শিহিপুর পশ্চিমপাড়া গ্ৰামের মোঃ আঃ জলিল সাকিদারের ছেলে মোঃ সাদ্দাম হোসেন সাকিদার।
বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি)সৈকত হাসান জানান,গ্রেফতার কৃতদের ১৯ শে জুলাই বুধবার পুলিশি স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।