• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও’র যোগদান ও পুরস্কার বিতরণ ধনবাড়িতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও জনসভা অনুষ্ঠিত ধামরাই ইউনিয়ন বিএনপি-যুবদল-ছাত্রদল ও সহযোগী সংগঠনের আয়োজনে জনসভা অনুষ্ঠিত সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত ও দুস্হদের মাঝে কম্বল বিতরণ আমতলীতে হত্যার হুমকি দিয়ে স্কুল শিক্ষার্থীকে ধর্ষন ঘটনায় অভিযুক্ত নুরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের মধুপুরে মিলছে না শিশু সুরক্ষা টিকা হতাশায় শিশুর অভিভাবক  আমতলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে তারুণ্যের উৎসব পালিত সেনবাগে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ বাংলাদেশ স্কাউট মধুপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বন প্রহরীকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটানোর হুমকি যুবদল নেতার

বাঁশখালী গন্ডামারায় আবারো দেড় লক্ষ টাকা ছিনতাই, ছুরিকাঘাতে যুবক আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

এনামুল হক রাশেদী, বাঁশখালী চট্টগ্রাম থেকেঃ

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে সঙ্ঘবদ্ধ ছিনতাইকারীরা আব্দুর রশিদ (২৭) নামের এক যুবক কে মারাত্মকভাবে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আহত ব্যবসায়ী যুবক আব্দুর রশিদ স্থানীয় একই ইউনিয়নের পুর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের মৃত শফিকুর রহমানের পূত্র। বর্তমানে সে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন আছে।

১৬ জুলাই রবিবার রাত আনুমানিক ১১.৩০ টায় ব্যবসায়ী যুবক আব্দুর রশিদ পশ্চিম বড়ঘোনা ৪ নং ওয়ার্ডে এস এস পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন এলাকায় তার হোটেল দোকান বন্ধ করে পায়ে হেঁটে পুর্ব বড়ঘোনা নিজ বাড়ি ফেরার পথে ফজলুর রহমান চৌধুরী সড়কের দরাফ আলী সিকদার বাড়ি পূর্বদিকে স্থানীয় মেম্বার রবিউল আলমের নতুন বাড়ির পূর্ব পাশে আব্দুল গফুরের বাড়ির সামনে কালভার্টের উপরে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। গুরুতর আহত যুবক আব্দুর রশিদ মুলতঃ তার হোটেল থেকে পাওয়ার প্ল্যান্টের শ্রমিকদেরকে খাবার সরবরাহ করে থাকে।

আব্দুর রশিদ জানান, “হোটেল বন্ধ করে প্রতিদিনের মত রাতে পায়ে হেঁটেই বাড়ি ফিরছিলাম। পথে রাত ১১.৩০ টার দিকে স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল গফুর এর বাড়ির সামনে কালভার্টের উপরে আগে থেকে উৎপেতে থাকা ছয়-সাতজন ব্যক্তি আমার গতিরোধ করে এলোপাতারি শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে। কিছু বুঝে ওঠার আগেই আমার হাতে থাকা একটি থলেতে ১ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আমাকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।”

চলিত বছরের ১৬ জানুয়ারি একই ওয়ার্ডে গন্ডামারা ব্রিজ সংলগ্ন কোহিনুর কেমিক্যাল কোম্পানি লি. বিক্রয় প্রতিনিধি মুহাম্মদ দুদু মিয়া সরকারের (৩৮) টাকা ছিনতাই করার প্রাক্কালে স্থানীয় ছোটন (২৩) এর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। যদিও বা এই ঘটনার সাথে জড়িত প্রধান আসামি কে ২৪ ঘন্টার ভিতরে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল বাঁশখালী থানা পুলিশ।

স্থানীয় মেম্বার ও রবিউল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকায় দুষ্কৃতিকারীর সংখ্যা বেড়ে গেছে যেসব চিহ্নিত ব্যক্তিরা এসকল অপকর্ম করছেন তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।

বাঁশখালী থানা ওসি মুহাঃ কামাল উদ্দিন পিপিএম-এর কাঁছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনার মারফত বিষয়টা জানতে পারলাম তবে আহত ব্যক্তির পক্ষ থেকে এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অপরাধী সে যে হোক তাকে কঠোর হস্তে দমন করা হবে। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

বিকাল ৫.৫০ মিনিটে এ রিপোর্ট তৈরী করা পর্যন্ত আহত ব্যবসায়ীর আব্দুর রশিদের আঘাত গুরুতর হওয়ায় তার জবানবন্দী না পাওয়ায় থানায় অভিযোগ দায়ের করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তার স্বজনরা, তবে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান আহত ব্যবসায়ী আব্দুর রশিদের শ্বশুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ