• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সেনবাগে জাতীয় পর্যায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত ইঞ্জিনিয়ার মোঃ নিজাম উদ্দিন কে সংবর্ধনা সোনাইমুড়ীতে হত্যা মামলার আসামি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার নোয়াখালীতে মুঠোফোনে ডেকে নিয়ে তরুণীকে গণধর্ষণ,প্রেমিকসহ গ্রেপ্তার-২ পাইকগাছার কপিলমুনিতে আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীতে সিএনজি-ট্রাক সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু,আহত-৩ ধামরাইয়ে বর্তমান এমপি,সাবেক দুই এমপি,সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৬জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল নোয়াখালীতে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা সেনবাগে নৌকা-স্বতন্ত্রের ধাওয়া-পাল্টা-ধাওয়া,পুলিশসহ আহত ৫ ঢাকার মহাসমাবেশে পুলিশ হত্যার এজাহার নামীয় আসামী মুরাদ চৌধুরী চট্টগ্রাম নগরীতে র‌্যাবের হাতে আটক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ধামরাই আসনে গুরু-শিষ্যের লড়াই

নোয়াখালীতে ২টি স্থানে খাল থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করলো প্রশাসন

News Desk
আপডেটঃ : রবিবার, ৯ জুলাই, ২০২৩

মোঃ রিয়াজুল সোহাগ, নোয়াখালী থেকেঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ৩নম্বর ওর্য়াড়ে ১টি, নলুয়া ভূমিহীন বাজার এলাকায় ১টি। মোট ২টি স্থানে প্রচলিত আইনকে অমান্য করে দীর্ঘদিন থেকে অবৈধভাবে নোয়াখালী খাল থেকে বালু উত্তোলন করে আসছে একটি বালু খেকো চক্র। এতে জনসাধারনের চলাচলের রাস্তা ও বাড়িঘর ভবিষৎ হুমকির মুখে পড়েছে।

বিষয়টি জানতে পেরে উপজেলা ভুমি কর্মকর্তা অমৃত দেবনাথ কবিরহাট থানার পুলিশের সহযোগীতায় ঘটনাস্থলে গিয়ে ওই ২টি স্পটে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে।বালু তোলার মেশিন, পাইপ ও আনুষঙ্গিক সরঞ্জামাদি জব্দ করা হয়। এবং প্রায় ২৩,৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়। বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

জব্দকৃত বালু পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের জিম্মায় দিয়ে আসেন। দুটি স্পটে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জব্দকৃত বালু অচিরেই নিলামে তোলা হবে বলে জানান ম্যাজিস্ট্রেট ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সার্ভেয়ার আলী মনছুর, প্রধান সহকারী জহিরুল ইসলাম, ইউনিয়ন তহশীলদার মশিউর রহমান, কবিরহাট থানার পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা।

উপজেলা ভুমি কর্মকর্তা অমৃত দেবনাথ বলেন, ধানসিঁড়ি ইউনিয়নের নোয়াখালী খাল হতে অবৈধভাবে বালু উত্তোলন করে পুকুর ও কৃষিজমি ভরাট করার তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুটি বালু তোলার মেশিন, পাইপ ও আনুষঙ্গিক সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। প্রায় ২৩,৫০০ ঘনফুট বালু জব্দ করে স্থানীয়দের জিম্মায় দেওয়া হয়েছে যা পরবর্তীতে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ