• সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরলো ২১ বাংলাদেশি  নোয়াখালীর কবিরহাটে শিশুকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার-১ সাধারণ মানুষের স্বার্থে ট্রাফিক ও জানজট মুক্ত করতে সাব ট্রাফিক স্টেশন উদ্বোধনে পুলিশ সুপার বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিঃ পরিবারের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সেনবাগ উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হাতিয়াতে বিএনপি নেতা শামীমকে প্রত্যাখানের ঘোষণা, কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চাটখিলে গুলি করে যুবককে হত্যা,যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুবদল নেতা গ্রেপ্তার মধুপুরে মাকে কুপিয়ে হত‍্যা ও স্ত্রীকে গুরুতর আহত করে পালিয়েছে ছেলে বেনাপোলে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক হোলি উৎসব উপলক্ষে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কড়া নির্দেশ প্রশাসনের

নোয়াখালীতে ২টি স্থানে খাল থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করলো প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৯ জুলাই, ২০২৩

মোঃ রিয়াজুল সোহাগ, নোয়াখালী থেকেঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ৩নম্বর ওর্য়াড়ে ১টি, নলুয়া ভূমিহীন বাজার এলাকায় ১টি। মোট ২টি স্থানে প্রচলিত আইনকে অমান্য করে দীর্ঘদিন থেকে অবৈধভাবে নোয়াখালী খাল থেকে বালু উত্তোলন করে আসছে একটি বালু খেকো চক্র। এতে জনসাধারনের চলাচলের রাস্তা ও বাড়িঘর ভবিষৎ হুমকির মুখে পড়েছে।

বিষয়টি জানতে পেরে উপজেলা ভুমি কর্মকর্তা অমৃত দেবনাথ কবিরহাট থানার পুলিশের সহযোগীতায় ঘটনাস্থলে গিয়ে ওই ২টি স্পটে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে।বালু তোলার মেশিন, পাইপ ও আনুষঙ্গিক সরঞ্জামাদি জব্দ করা হয়। এবং প্রায় ২৩,৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়। বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

জব্দকৃত বালু পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের জিম্মায় দিয়ে আসেন। দুটি স্পটে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জব্দকৃত বালু অচিরেই নিলামে তোলা হবে বলে জানান ম্যাজিস্ট্রেট ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সার্ভেয়ার আলী মনছুর, প্রধান সহকারী জহিরুল ইসলাম, ইউনিয়ন তহশীলদার মশিউর রহমান, কবিরহাট থানার পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা।

উপজেলা ভুমি কর্মকর্তা অমৃত দেবনাথ বলেন, ধানসিঁড়ি ইউনিয়নের নোয়াখালী খাল হতে অবৈধভাবে বালু উত্তোলন করে পুকুর ও কৃষিজমি ভরাট করার তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুটি বালু তোলার মেশিন, পাইপ ও আনুষঙ্গিক সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। প্রায় ২৩,৫০০ ঘনফুট বালু জব্দ করে স্থানীয়দের জিম্মায় দেওয়া হয়েছে যা পরবর্তীতে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ