মোঃরিয়াজুল সোহাগ, নোয়াখালী থেকেঃ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি মাছের খামার থেকে দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশু দুটি সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।
রোববার সকাল ১০টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামের ছিদ্দিক উল্যার মাছের খামার থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ নিয়ে নোয়াখালীতে গত এক সপ্তাহে পানিতে ডুবে মারা যাওয়া ১১ শিশুর মরদেহ উদ্ধার হলো।
মৃত দুই শিশু হলো উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের আজহার উদ্দিনের ছেলে রাসেল (৬) ও নুরনবীর ছেলে অন্তর (৫)। তারা স্থানীয় একটি নূরানী মাদ্রাসার প্রথম জামাতের ছাত্র ছিল।
স্থানীয়দের বরাতে হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, রাসেল ও অন্তর গত শুক্রবার খেলতে বের হয়ে যায় বাড়ি থেকে। এরপর তাদের আর সন্ধান পাওয়া যায়নি। দুদিন পর রোববার সকাল ১০টার দিকে স্থানীয়রা মাইজচরা গ্রামের ওই মাছের প্রজেক্টে দুই শিশুর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়।
পুলিশ পরিদর্শক আরও বলেন, খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে মারা যেতে পারে শিশু দুটি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।