• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
সেনবাগে জাতীয় পর্যায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত ইঞ্জিনিয়ার মোঃ নিজাম উদ্দিন কে সংবর্ধনা সোনাইমুড়ীতে হত্যা মামলার আসামি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার নোয়াখালীতে মুঠোফোনে ডেকে নিয়ে তরুণীকে গণধর্ষণ,প্রেমিকসহ গ্রেপ্তার-২ পাইকগাছার কপিলমুনিতে আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীতে সিএনজি-ট্রাক সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু,আহত-৩ ধামরাইয়ে বর্তমান এমপি,সাবেক দুই এমপি,সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৬জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল নোয়াখালীতে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা সেনবাগে নৌকা-স্বতন্ত্রের ধাওয়া-পাল্টা-ধাওয়া,পুলিশসহ আহত ৫ ঢাকার মহাসমাবেশে পুলিশ হত্যার এজাহার নামীয় আসামী মুরাদ চৌধুরী চট্টগ্রাম নগরীতে র‌্যাবের হাতে আটক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ধামরাই আসনে গুরু-শিষ্যের লড়াই

পাইকগাছায় কলাগাছ কাটাকে কেন্দ্র করে মারপিট ঘটনায় নারীর মৃত্যু: নারী আটক

News Desk
আপডেটঃ : শুক্রবার, ৩০ জুন, ২০২৩

এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)

খুলনার পাইকগাছায় কলাগাছ কাটাকে কেন্দ্র করে মারামারিতে আহত স্বামী পরিত্যক্ত আলেয়া বেগম(৩৫) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বুধবার (২৮) জুন সকালে উপজেলার প্রত্যান্ত পল্লী হরিঢালীর ইউপির মামুদকাটি গ্রামে এ ঘটনা ঘটে। মৃতের চাচা বাদী হয়ে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ময়না বেগম (৩৬) নামে এক নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত জানান, উপজেলার হরিঢালী ইউপির মামুদকাটি গ্রামের তোতা গাজীর ছেলে মফিজুল গাজী (৪৫) ও একই এলাকার মৃত্যু মোজাম সরদারের মেয়ে স্বামী পরিত্যক্ত আলেয়া বেগমের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার(২৮ জুন) সকালে জমির আইল সিমানায় একটি কলাগাছ কে বা কারা কেটে দেয়। এতে প্রতিপক্ষ মফিজুলরা আলেয়াকে দোষী সাব্যস্ত করে মফিজুল গাজী, তার স্ত্রী জেসমিন বেগম(৩৬) ও তোতা গাজীর স্ত্রী আবিরণ বেগম(৬২) আলেয়াকে বেধড়ক মারপিট করে আহত করে।

আহত আলেয়াকে প্রথমে পাইকগাছা হাসপাতাল ও পরে তার অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে বুধবার রাতে তার মৃত্যু হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, মৃতের সুরতহাল ও ময়না তদন্তের পর বৃহস্পতিবার রাতে থানায় একটি হত্যা মামলা হয়েছে। ওইদিন রাতেই মামলার ২নং আসামি ময়না বেগমকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে আটক নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ