• শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম:
মধুপুরে ৪ জনকে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় আদালতে মামলা বগুড়া হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহ.) এর মাজারের ৯টি দানবাক্সে মিলল প্রায় ২৪ লাখ টাকা সেনবাগ পাঠাগারের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রায়পুরের আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সেনবাগে মেধা বৃত্তি পরীক্ষা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ধামরাইয়ে অবৈধ ভবন গুড়িয়ে দিয়ে কলেজের দুই কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করলো উপজেলা প্রশাসন সেনবাগে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু চট্টগ্রামে “সাপ্তাহিক পূর্বধারা” পত্রিকার প্রকাশ উপলক্ষে পরামর্শ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত সোনাতলায় বসত বাড়িতে আগ্নীকান্ডে চার লাখ টাকার মালামাল ভস্মীভূত নোয়াখালীতে চারলক্ষ টাকাসহ ৭ জুয়াড়ি গ্রেপ্তার

বগুড়ার তালোড়া পৌরসভায় দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন বিএনপির বহিস্কৃত নেতা জলিল

News Desk
আপডেটঃ : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

বগুড়া প্রতিনিধিঃ

বুধবার (২১জুন) বগুড়ার তালোড়া পৌর সভা নির্বাচনে মোট ৯টি ভোট কেন্দ্রের সব কটির বেসরকারী ফলাফলে সাবেক মেয়র ও পৌর বিএনপির বহিস্কৃত পৌর সভাপতি স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল জলিল খন্দকার (জগ প্রতিক) দ্বিতীয়বার বিপুলভোটে মেয়র নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ৬ হাজার ৯২৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি বর্তমান মেয়র ও আ’লীগ নেতা আমিরুল ইসলাম বকুল (নৌকা) পেয়েছেন ২ হাজার ৯২৪ ভোট। এ ছাড়া অপর ৫ মেয়র প্রার্থীর প্রাপ্ত ভোট বিএনপির বহিস্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী আবু হোসেন ওরফে আবুল (নারিকেল গাছ) ১ হাজার ৫৬৩ ভোট , জাতীয় পার্টির এসএম সাহিদ (লাঙ্গল) ৪ শত ৯২ ভোট , স্বতন্ত্র প্রার্থী আউলিয়া খন্দকার (ইস্ত্রি) ১৮৩ ভোট ও ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম (হাতপাখা) ১৩৯ ভোট।

তবে হাতপাখার প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষনা দিয়ে গত কয়েকদিন আগে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়ে জানিয়ে দেন। তবে প্রার্থীতা প্রত্যাহারের সময় পার হওয়ায় ব্যালটে তার প্রতিক বরাদ্দ ছিল। এর আগে বুধবার (২১জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম এ ভোট দেন ভোটাররা। দুপুরে প্রবল বৃষ্টির কারনে ভোট গ্রহন বিঘিœত হয়। তবে বৃষ্টির পর পুনরায় লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। একই সাথে ৯টি সাধারন ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট গ্রহন করা হয়।

এ পৌরসভায় মোট ভোটার ছিল ১৬ হজার ৭৬জন। ভোট প্রদানের হার শতকরা ৭৩ দশমিক ২৬ ভাগ। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দুপচাঁচিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছাঃ আয়েশা খাতুন এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে সন্ধা সোয়া ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সরকারীভাবে ফলাফল ঘোষনা করা হয়নি। সম্প্রতি দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ গ্রহন করার কারণে মেয়র প্রার্থী আব্দুল জলিল খন্দকার ও আবু হোসেন আবুল সহ ১২জনকে নেতাকে আজীবন দল থেকে বহিস্কার করে কেন্দ্রীয় বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ