১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

সোনাতলায় পুলিশের গাড়ি ব্যবহার করে ডাকাতি, পুলিশ সদস্য সহ গ্রেফতার ৭

ডেস্ক নিউজ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

বিকাশ স্বর্নকার, বগুড়া থেকে:

বগুড়ার সোনাতলা উপজেলার কাতলাহাড় গ্ৰামে গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে ও পুলিশের গাড়ি ব্যবহার করে মৃত খয়বর আলীর ছেলে শাফিকুল ইসলাম ওরফে ফটো (৬৫)এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

গত বুধবার (৩রা জুলাই) দিবাগত রাত ১২,৩০মিনিটের দিকে ঘটনটি ঘটেছে। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়,৭/৮জন লোক ওই রাতে এসে ফটোর ঘরের দরজা ধাক্কা দেয় এবং সে সময়ে তারা ডিবি পুলিশ পরিচয় দেয়।

পুলিশ পরিচয় পেয়ে ফটোর স্ত্রী দরজা খোলার মাত্রই লোকগুলো ঘরে ঢুকে তাদের জিম্মি করে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা ঘরে থাকা প্লাস্টিকের ওয়ার ড্রপের তালা ভেঙ্গে ২লক্ষ ৫০ হাজার টাকা এবং একটি শাওমি মোবাইল ফোন যার মূল্য ২৫হাজার টাকা নিয়ে ভয় ভীতি দেখাইয়া ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগী দিশেহারা হয়ে তাৎক্ষণিক ৯৯৯ নাইনে ফোন করে সহযোগিতা চান। তবে ওই রাতে পুলিশের উপ-পরিদর্শক আক্কাস আলী সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন ডিউটিতে কর্মরত ছিলেন। ইতিমধ্যেই ৯৯৯ নাইনে ফোন পেয়েই তিনি এবং সঙ্গীয় ফোর্স সহ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।এসআই আক্কাস আলী ঘটনাটি শুনেই তিনি বগুড়া পুলিশ কন্ট্রোল রুমে বেতার বার্তা পাঠান। পুলিশ কন্ট্রোল রুম বেতার বার্তা পেয়ে তাৎক্ষণিক বিষয়টি নিকটবর্তী গাবতলী থানাকে অবগত করেন।

এক পর্যায়ে এসআই আক্কাস আলী সঙ্গীয় ফোর্স সহ গাড়ির খোঁজে বেড়িয়ে যান এবং গাড়িটি লক্ষ্য করে ধাওয়া দেন। ধাওয়া খেয়ে গাড়ির চালক গাড়িটিকে নিয়ে বেপরোয়া ভাবে গাবতলীর উপজেলায় ঢুকে পড়েন। একপর্যায়ে গাবতলী থানার পুলিশ গাড়িটিকে ধাওয়া দিয়ে গাড়ি সহ তাদের আটক করে সোনাতলা থানায় খবর দেন। খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ ভুক্তভোগী পরিবার ফটোকে সনাক্তের জন্য গাড়ির কাছে নিয়ে গেলে ফটো মিয়া গাড়ি সহ তাদেরকে চিনে ফেলেন।

এরপর পুলিশ গাড়ি সহ তাদেরকে সকালে থানায় নিয়ে আসে। পরে ফটো মিয়া বাদী হয়ে আটক কৃতদের আসামি করে থানায় মামলা দায়ের করেন।

আটককৃতরা হলেন, উপজেলার দিগদাইর ইউনিয়নের চারালকান্দি গ্ৰামের মোঃ সাইফুল ইসলাম ওরফে সাহাবুল এর ছেলে কনস্টেবল (কং/৪৫৯০)(বর্তমানে বগুড়া এপিবিএনে কর্মরত) মোঃ আল হাদি ওরফে বাবুল (৩০),একই গ্ৰামের মৃত এনামুল হক মন্ডল ছেলে মোঃ সাদিক আকবর ওরফে দুখু (৩০),গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা এলাকার দক্ষিন বেতারা গ্ৰামের-মৃত হারুনুর রশিদ এর ছেলে মোঃ তারেক রহমান (২৫), জেলার গাবতলী উপজেলার জামির বাড়িয়া এলাকার করিমপাড়া গ্ৰামের মোঃ আনসার আলীর ছেলে মোঃ শাহরিয়ার রহমান ওরফে স্বাধীন (২৯), জেলার দুপচাঁচিয়ার পুকুর গাছা গ্ৰামের মোঃ রিপন এর ছেলে মোঃ আব্দুল্লাহ আল কাফি (১৮),একই উপজেলার ভেবড়া গ্ৰামের মোঃ শফিকুল ইসলাম এর ছেলে মোঃ আবিদ হাসান (২৯), সোনাতলা উপজেলার চারালকান্দি গ্ৰামের মোঃ ওয়াজেদ আলীর ছেলে মোঃ সাকিল মিয়া (২৬)।

এসময়ে তাদের কাছে থেকে ডাকাতির লুন্ঠিত ৯৪হাজার ৮শ ২০টাকা,একটি পুলিশ পিকআপ,একটি হ্যান্ডকাপ,আটটি মোবাইল ফোন উদ্ধার পুর্বক জব্দতালিকা মূলে সেগুলো জব্দ করে পুলিশ। তবে স্থানীয়রা আরো জানিয়েছেন গ্ৰেফতারকৃতদের মধ্যে কলেজ পড়ুয়া ছাত্রও রয়েছে।

ঘটনাটির সত্যতা স্বীকার করে সোনাতলা থানার অফিসার ইনচার্জ(ওসি) মিলাদুন নবী বলেন একবারেই দুঃখ জনক ঘটনা এটি।

পুলিশের গাড়ি ব্যবহার এর বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানান হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে সেই সাথে গ্ৰেফতারকৃতদের ৩রা জুলাই বুধবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০২:৪৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
২৩

সোনাতলায় পুলিশের গাড়ি ব্যবহার করে ডাকাতি, পুলিশ সদস্য সহ গ্রেফতার ৭

আপডেট: ০২:৪৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

বিকাশ স্বর্নকার, বগুড়া থেকে:

বগুড়ার সোনাতলা উপজেলার কাতলাহাড় গ্ৰামে গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে ও পুলিশের গাড়ি ব্যবহার করে মৃত খয়বর আলীর ছেলে শাফিকুল ইসলাম ওরফে ফটো (৬৫)এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

গত বুধবার (৩রা জুলাই) দিবাগত রাত ১২,৩০মিনিটের দিকে ঘটনটি ঘটেছে। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়,৭/৮জন লোক ওই রাতে এসে ফটোর ঘরের দরজা ধাক্কা দেয় এবং সে সময়ে তারা ডিবি পুলিশ পরিচয় দেয়।

পুলিশ পরিচয় পেয়ে ফটোর স্ত্রী দরজা খোলার মাত্রই লোকগুলো ঘরে ঢুকে তাদের জিম্মি করে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা ঘরে থাকা প্লাস্টিকের ওয়ার ড্রপের তালা ভেঙ্গে ২লক্ষ ৫০ হাজার টাকা এবং একটি শাওমি মোবাইল ফোন যার মূল্য ২৫হাজার টাকা নিয়ে ভয় ভীতি দেখাইয়া ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগী দিশেহারা হয়ে তাৎক্ষণিক ৯৯৯ নাইনে ফোন করে সহযোগিতা চান। তবে ওই রাতে পুলিশের উপ-পরিদর্শক আক্কাস আলী সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন ডিউটিতে কর্মরত ছিলেন। ইতিমধ্যেই ৯৯৯ নাইনে ফোন পেয়েই তিনি এবং সঙ্গীয় ফোর্স সহ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।এসআই আক্কাস আলী ঘটনাটি শুনেই তিনি বগুড়া পুলিশ কন্ট্রোল রুমে বেতার বার্তা পাঠান। পুলিশ কন্ট্রোল রুম বেতার বার্তা পেয়ে তাৎক্ষণিক বিষয়টি নিকটবর্তী গাবতলী থানাকে অবগত করেন।

এক পর্যায়ে এসআই আক্কাস আলী সঙ্গীয় ফোর্স সহ গাড়ির খোঁজে বেড়িয়ে যান এবং গাড়িটি লক্ষ্য করে ধাওয়া দেন। ধাওয়া খেয়ে গাড়ির চালক গাড়িটিকে নিয়ে বেপরোয়া ভাবে গাবতলীর উপজেলায় ঢুকে পড়েন। একপর্যায়ে গাবতলী থানার পুলিশ গাড়িটিকে ধাওয়া দিয়ে গাড়ি সহ তাদের আটক করে সোনাতলা থানায় খবর দেন। খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ ভুক্তভোগী পরিবার ফটোকে সনাক্তের জন্য গাড়ির কাছে নিয়ে গেলে ফটো মিয়া গাড়ি সহ তাদেরকে চিনে ফেলেন।

এরপর পুলিশ গাড়ি সহ তাদেরকে সকালে থানায় নিয়ে আসে। পরে ফটো মিয়া বাদী হয়ে আটক কৃতদের আসামি করে থানায় মামলা দায়ের করেন।

আটককৃতরা হলেন, উপজেলার দিগদাইর ইউনিয়নের চারালকান্দি গ্ৰামের মোঃ সাইফুল ইসলাম ওরফে সাহাবুল এর ছেলে কনস্টেবল (কং/৪৫৯০)(বর্তমানে বগুড়া এপিবিএনে কর্মরত) মোঃ আল হাদি ওরফে বাবুল (৩০),একই গ্ৰামের মৃত এনামুল হক মন্ডল ছেলে মোঃ সাদিক আকবর ওরফে দুখু (৩০),গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা এলাকার দক্ষিন বেতারা গ্ৰামের-মৃত হারুনুর রশিদ এর ছেলে মোঃ তারেক রহমান (২৫), জেলার গাবতলী উপজেলার জামির বাড়িয়া এলাকার করিমপাড়া গ্ৰামের মোঃ আনসার আলীর ছেলে মোঃ শাহরিয়ার রহমান ওরফে স্বাধীন (২৯), জেলার দুপচাঁচিয়ার পুকুর গাছা গ্ৰামের মোঃ রিপন এর ছেলে মোঃ আব্দুল্লাহ আল কাফি (১৮),একই উপজেলার ভেবড়া গ্ৰামের মোঃ শফিকুল ইসলাম এর ছেলে মোঃ আবিদ হাসান (২৯), সোনাতলা উপজেলার চারালকান্দি গ্ৰামের মোঃ ওয়াজেদ আলীর ছেলে মোঃ সাকিল মিয়া (২৬)।

এসময়ে তাদের কাছে থেকে ডাকাতির লুন্ঠিত ৯৪হাজার ৮শ ২০টাকা,একটি পুলিশ পিকআপ,একটি হ্যান্ডকাপ,আটটি মোবাইল ফোন উদ্ধার পুর্বক জব্দতালিকা মূলে সেগুলো জব্দ করে পুলিশ। তবে স্থানীয়রা আরো জানিয়েছেন গ্ৰেফতারকৃতদের মধ্যে কলেজ পড়ুয়া ছাত্রও রয়েছে।

ঘটনাটির সত্যতা স্বীকার করে সোনাতলা থানার অফিসার ইনচার্জ(ওসি) মিলাদুন নবী বলেন একবারেই দুঃখ জনক ঘটনা এটি।

পুলিশের গাড়ি ব্যবহার এর বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানান হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে সেই সাথে গ্ৰেফতারকৃতদের ৩রা জুলাই বুধবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।