টাঙ্গাইলের মধুপুরে জমি আত্মসাতের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে শরিকদের জমি আত্মসাতের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলের মধুপুরে শরিকদের জমি-জমা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলার পুন্ডুরা বড়বাজার এলাকার মৃত আফাজ উদ্দিন খানের ছেলে বজলুর রশিদ খান চুন্নুর বিরুদ্ধে।
এ ঘটনায় জমি ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন বজলুর রশিদ খান চুন্নুর শরিকগন ও এলাকাবাসী।
শুক্রবার বিকেলে মধুপুরের সর্বস্তরের জনতার ব্যানারে মধুপুর বাসস্টান্ডে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী শরিকগন, স্বজন, প্রতিবেশী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার নারী পুরুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন শরিকদের প্রতিনিধি মো. মোনছের আলী খান, মুন্না মিয়া,আ. জলিল, কামাল হোসেন, সিদ্দিক খান, ফারুক খান, কাজী আফছার, মান্নান, হাবিবুর রহমান খান সহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করেন, বজলুর রশিদ খান চুন্নু পতিত আওয়ামী লীগ সরকারের সময় গ্রেফতারকৃত সাবেক কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপির প্রভাব খাটিয়ে শরিকদের জমি প্রতারণার মাধ্যমে নিজের নামে রেকর্ড করে নিয়েছে। যা ফেরত চাইতে গেলে বিভিন্ন সমযে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে।
এমনকি গত মঙ্গলবার সকালে শরিকদের পুকুরে মাছের পোনা ছাড়তে গেলে বজলুর রশিদ খান চুন্নু এর দুই ছেলে রিদম, রাইম এবং তার সহযোগী ইব্রাহিম এর ছেলে রিফাত লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা করে এতে লাবনী আক্তার, মমতা বেগম, ও ডলি আক্তার গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এসময় বক্তারা পতিত আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বজলুর রশিদ খান চুন্নুকে গ্রেফতারের দাবী জানান। এবং ঘটনার সুষ্ঠ তদন্ত করে ন্যায্য সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের নিকট জোর দাবী জানান।
এলাকাবাসীর দাবি, এটি শুধু একটি ব্যক্তিগত প্রতারণার ঘটনা নয়, বরং সমাজের দুর্বল ও অসহায় মানুষদের সঙ্গে কী ধরনের আচরণ করা হয়, তার একটি দৃষ্টান্ত। মানববন্ধনে বক্তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি ও জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানান।