• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌথবাহিনীর হাতে গ্রেপ্তারের পর হাসপাতালে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু জগন্নাথপুরে চন্দন মিয়া সৈয়দুন নেছা কলেজের প্রতিষ্ঠাতার মাতার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল আমতলীতে বিকাশ ব্যবসায়ী কাসেম হত্যা মামলা তিন মাসেও কিনারা করতে পারেনি পুলিশ, আসামীদের চিহ্নিত এবং বিচার না পেলে মায়ের আত্মহত্যার হুমকি সেনবাগে তারুণ্যের উৎসব উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মধুপুুরে মেম্বার ফোরামের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ বাঁশখালীতে এক গৃহবধুর রহস্যজনক আত্মহত্যা আদালতের আদেশ উপেক্ষা করে ঘর উত্তোলন, বিচার চেয়ে অসহায় ভূক্তভোগীদের সংবাদ সম্মেলন ধামরাইয়ে ঐতিহ্যবাহী তরঙ্গ ক্লাব এর ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব নানা আয়োজনে উদযাপিত আমতলীতে ঘন কুয়াশায় ঝড়ে যাচ্ছে পান চাষীদের সর্বনাশ জগন্নাথপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতের অভিযান

বাঁশখালীতে এক গৃহবধুর রহস্যজনক আত্মহত্যা

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম থেকেঃ
এনামুল হক রাশেদী, চট্টগ্রাম থেকেঃ
আপডেটঃ : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

বাঁশখালীতে এক গৃহবধুর রহস্যজনক আত্মহত্যা

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় বৈশাখী খাতুন (২৪) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের ভাসানীর দোকান এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আত্মহত্যাকারী গৃহবধু বৈশাখী দিনাজপুর জেলার পার্বতীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোশাররফ হোসেনের স্ত্রী এবং সে এক সন্তানের জননী। তার স্বামি মোশাররফ ইনসেপ্টা ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) হিসেবে বাঁশখালীতে কর্মরত। সে সূত্রে তারা স্বামি স্ত্রী বাঁশখালীতে বসবাস করত।

প্রতিবেশি সূত্রে জানা গেছে ৫/৬ বছর আগে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তারা গুণাগরী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। ঘটনার সময় মোশাররফ হোসেন কর্মস্থলের মাসিক সভায় যোগ দিতে চট্টগ্রাম শহরে অবস্থান করছিলেন।

প্রতিবেশীরা জানান, বৈশাখী বেশ শান্ত প্রকৃতির ছিলেন এবং এ ধরনের সিদ্ধান্ত তার ক্ষেত্রে অপ্রত্যাশিত।সকালে বৈশাখীর তিন বছরের ছেলে দরজার বাইরে কান্নাকাটি করছিল। তার কান্না শুনে প্রতিবেশীরা দরজায় ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিলে বৈশাখীকে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কালিপুরে এক গৃহবধুর আত্মহত্যার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে বৈশাখী খাতুনের ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। তবে প্রাথমিকভাবে মানষিক ডিপ্রেশন থেকে ঐ মহিলা আত্মহননের পথ বেছে নিয়েছে বলে ধারনা করা হচ্ছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন ওসি সাইফুল। ওসি সাইফুল আরো জানান, পারিবারিক কলহ, মানসিক চাপ বা অন্য কোনো কারণ এর সঙ্গে জড়িত কিনা তা জানতে তদন্ত চলছে।মোবাইল ফোনে বৈশাখীর সর্বশেষ যোগাযোগ ও মেসেজ যাচাই করা হচ্ছে। এছাড়া তার পারিবারিক সম্পর্কের পরিস্থিতি এবং ঘটনার সময়ের পারিপার্শ্বিক তথ্যও বিশ্লেষণ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ