সেনবাগে হাসান মঞ্জুর এর মাতার ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত
সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাসান মঞ্জুরের মা জননী মরহুমা আনোয়ারা বেগম এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় নিজ বাড়ির নিকটে পুষ্প মাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করলেন পারিবারিক কবরস্থানে।
নোয়াখালী সেনবাগের বাতাকান্দি সরকারি প্রাঃ বিদ্যালয়ের সাবেক সভাপতি,৫নং অর্জুনতলা ইউনিয়নের সমাজ সেবিকা ও সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ এর ছাত্র রাজনীতির প্রবক্তা,ছাত্রদলের সাবেক নেতা হাসান মঞ্জুরের মা জননী মরহুমা আনোয়ারা বেগমের আজ ৩৩ তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে মরহুমার নিজ বাড়িতে ও এলাকার বিভিন্ন মসজিদে সোমবার সকাল ১০ টায় পবিত্র কোরআন খতম,কবর জিয়ারত,পুস্পস্তবক অপর্ণ এবং বাদ আসর মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হবে।
মরহুমার ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন তার সন্তান হাসান মঞ্জুরসহ পরিবারের সদস্যরা।