• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে আওয়ামীলীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে প্রতিপক্ষকে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ রাজশাহীতে হত্যা মামলায় ১নং আসামি সেতাবুর গ্রেফতার কবি ও গবেষক প্রফেসর ড.মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুকের ৫০তম জন্মবার্ষিকী পালন বিএনপির বহিষ্কৃত নেতার ছেলের নেতৃত্বে বাস কাউন্টারে হামলা-লুটপাট, আহত ১০, থানায় মামলা না নেওয়ার অভিযোগ জগন্নাথপুর বাজারে আইরিন ভিসা কনসালটেন্সি ফার্ম এর উদ্বোধন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র জগন্নাথপুরের নলজুর নদীর বেইলী ব্রীজটি এখন মরন ফাঁদ, ভারী যানচলাচলে ব্যবস্থা নিচ্ছেনা কৃর্তপক্ষ ডুমুরিয়ার চুকনগর বাজার বণিক সমিতির নির্বাচন স্বামি দাবি করে বাঁশখালীতে তরুণীর অনশন নিয়ে ধুম্রজাল আমতলীতে পাগলা কুকুরের কামড়ে ৩২ জন আহত

জগন্নাথপুরে আওয়ামীলীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে প্রতিপক্ষকে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামীলীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষকে হয়রানী করছে স্থানীয় এক প্রভাবশালী নেতা। অন্যের জমি দখলে সহ নানান অভিযোগ পাওয়া গেছে এই নেতার বিরুদ্ধে।

বিগত সময়ে সরকার দলকে কাজে লাগিয়ে হয়রানী সহ নানান সমস্যা সৃষ্টি করেছেন তিনি। এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার চলছে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী মাঝপাড়া গ্রামের মৃত কদর আলীর ছেলে মোঃ ছায়েদ আলী, প্রবাসী রেজুয়ান আহমদ দুলাল সহ তাদের লোকদের উপর একে পর একের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেন একই গ্রামের মদরিছ মিয়ার ছেলে মোঃ আকিকুর রহমান কোরেশী।

তিনি সরকার দলের লোক হওয়ায় প্রভাব খাটিয়ে অন্যায়ভাবে তাদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে। ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে জগন্নাথপুর থানা পুলিশ সমাধানের চেষ্টা করলে আকিকুর রহমান কোরেশী কাগজ পত্র নিয়ে থানায় আসে না বলে অভিযোগ রয়েছে। পাটলী মৌজার প্রায় তিন একর জায়গা আকিকুর রহমান কোরেশী জোর পূর্বক দখল করার চেষ্টা করছেন বলে অভিযোগে উল্লেখ করেন। এ নিয়ে সংবাদ মাধ্যমে বার বার নিউজ প্রকাশ হওয়ার পরও এখন পর্যন্ত কোন সমধান হয়নাই।

এ বিষয়ে মো. ছায়েদ আলী জানান, আকিকুর রহমান একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। বিগত সরকারের আমলে দলীয় প্রভাব দেখিয়ে আমি ও আমার প্রবাসী ভাইয়ের মত প্রবাসী মানুষদের হয়রানী করেন। তার মিথ্যা মামলায় আমরা ভাই দেশে এসে থানায় ও কোর্টে যেতে যেতে এখন ভয়ে আর দেশে আসতে চায় না। আমাদের ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানী করতেছে। আমাদের বিরুদ্ধে দায়ের করা কয়েকটি মামলা ডিবি ও পিভিআই তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। আমরা বর্তমান সরকারের কাছে আবেদন করতেছি এই আওয়ামী লীগের নেতাকে আইনের আওতায় এনে বিচার করা হউক।

এ ব্যাপারে জানতে মোঃ আতিকুর রহমান কোরেশীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এ বিষয়ে কোন বক্তব্য দিব না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ