শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া খুলনা থেকে:
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার দক্ষিণ মিকশিমিল গ্রামের গাজী রাহাত আলী ছেলে গাজী রাজু আহমেদ
বিল শিংগার বিলে ৩টি লীজ ঘের করেন ৫একরের।
গলদার চিংড়ির মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। বিষ প্রয়োগ করে এসব ঘেরের মাছ চুরি করে নিয়ে গেছে।
এতে মৎস্য চাষিদের একদিকে মাছ চুরি আর অন্যদিকে বিষ প্রয়োগ করায় ঘেরে থাকা অন্য মাছ মরে ব্যাপক ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ মৎস্য চাষি জানান, ৩ জুলাই
শুক্রবার দিন গত রাতের কোনো এক সময় কে বা কারা বিল শিংগা এলাকায় গলদা চিংড়ির মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরি করে নিয়ে গেছে। এর ফলে ঘেরে থাকা বাকী যেসব মাছ ছিল, কাতল, রুই, মৃগেলসহ অন্যান্য সমদয় মাছ মারা গেছে।
এব্যাপারে ডুমুরিয়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক বলেন আমরা মাছের ঘের ও মাছ পরিদর্শন করছি।কিছু মাছ ঢাকা মহাখালী ল্যাবে পাঠিয়েছি, রিপোর্ট আসলে প্রশাসন আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জোর সুপারিশ করবো।
এতে মৎস্য চাষি গাজী রাজু আহমেদ বলেন আমার চিংড়ি মাছের ঘেরে পূর্ব শত্রুতার কারণে আমার ঘিরে বিস্ফোরক করে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এব্যাপারে ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিস থেকে পরিদর্শন করেছেন।
স্থানীয় বাসিদা ইউসুফ আলী বলেন, ‘মাছগুলো বেশ বড় হয়ে গিয়েছে। এই অবস্থায় এমন ক্ষতি মেনে নেয়ার মতো না। যারা এ ঘটনায় জড়িত তাদের সঠিক বিচারের দাবি জানাই।’
এব্যাপারে ঘের মালিক গাজী রাজু আহমেদ আব্দুল্লাহ্ গাজী সহ অজ্ঞাত আরো৫/৬ জনের নামে বাদী হয়ে একটি মামলা অভিযোগ দায়ের করেছেন।
এব্যাপারে ডুমুরিয়া থানার পুলিশ আবেদন গ্রহণ করেছেন।
এরিপোর্ট লেখা পর্যন্ত থানারপুলিশ কাউকে আটক করতে সক্ষম হয়নি।