রনজিত কুমার পাল (বাবু), স্টাফ রিপোর্টার:
“ক্রীড়াই শক্তি,ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলায় চল্ ” কে মূল প্রতিপাদ্য করে ঢাকার ধামরাই উপজেলায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭)-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। উক্ত টুর্নামেন্টে ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নের ১৬টি দল দুটি গ্রুপে
অংশ গ্রহণ করছে।
শনিবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে ধামরাই সদর ইউনিয়নের আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট( অনুর্ধ্ব-১৭)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ধামরাই উপজেলা ক্রীড়া সংস্হার সভাপতি খান মো: আবদুল্লা আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্হানীয় সাংসদ ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী প্রশান্ত বৈদ্য,সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনসিয়েটিভস্ (এসডিআই) এর নির্বাহী পরিচালক মো: সামছুল হক,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ খান লাল্টু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টের দল সমূহ-ক” গ্রুপ-সোমভাগ ইউনিয়ন, সুতিপাড়া ইউনিয়ন, কুশুরা ইউনিয়ন, আমতা ইউনিয়ন, সুয়াপুর ইউনিয়ন, ধামরাই সদর ইউনিয়ন, ভাড়ারিয়া ইউনিয়ন, সানোড়া ইউনিয়ন।
খ” গ্রুপ-বালিয়া ইউনিয়ন, চৌহাট ইউনিয়ন, যাদবপুর ইউনিয়ন, গাঙ্গুটিয়া ইউনিয়ন, রোয়াইল ইউনিয়ন, নান্নার ইউনিয়ন, কুল্লা ইউনিয়ন।
উদ্বোধনী দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ক”গ্রুপের সোমভাগ বনাম সুতিপাড়া ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩টায়, একই মাঠে বিকেল সাড়ে চারটায় কুশুরা বনাম আমতা দলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
অপর দুই ম্যাচ আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ বিকেল তিনটায় বালিয়া বনাম চৌহাট,বিকেল সাড়ে চারটায় যাদবপুর বনাম বাইশাকান্দা ফুটবল দলের ম্যাচ অনুষ্ঠিত হয়।
দুই গ্রুপের দুই বিজয়ী দলের মধ্যে আগামী ২৮শে জুন-২০২৪ ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হইবে।
এ’টুর্নামেন্টের সার্বিক ব্যবস্হাপনায় সহকারী কমিশনার (ভূমি) ও সহযোগিতায় সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনসিয়েটিভস্ (এসডিআই)।