মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
সেনবাগের গণমানুষের নেতা,ঢাকাস্থ সেনবাগ পেশাজীবী পরিষদের সভাপতি ও এস.এ গ্রুপ অব কোম্পানিজ এর গ্রুপ কো-অর্ডিনেটর হাসান মঞ্জুর এর পক্ষ থেকে ও এস.এ গ্রুপ এর সার্বিক সহযোগিতায় শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১১টায় সেনবাগের বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড ও পৌরসভার প্রায় ২ হাজার দু:স্থ,গরীব ও অসহায়দের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি,লুঙ্গি বিতরণ করা হয়।উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের বাতাকান্দি গ্রামের নিজ বাড়িতে উক্ত ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, তিনি ছাত্রজীবন থেকে দীর্ঘ প্রায় ত্রিশ/পঁয়ত্রিশ বছর যাবৎ সাধারণ মানুষের সাথে থেকে,মানবের কল্যাণে,মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং আগামী দিনগুলোতেও তিনি মানুষের পাশে থেকে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন “আমি জীবনে কি হবো আর কি হবোনা সে বিবেচনায় মানুষের জন্য কাজ করি না।আমি নিজের মানবতা বোধ থেকে মানুষের জন্য কাজ করি”।