মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ বাজার ডিবি রোডে অবস্থিত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে বৃহস্পতিবার (৪ এপ্রিল) সেনবাগ মেট্রো শাখা কার্যালয়ে এক গ্রাহক সুধী সমাবেশ এবং ইফতার মাহফিল ২০২৪ ইং অনুষ্ঠিত হয়।
সোনালী লাইফ ইন্স্যুরেন্স সেনবাগ মেট্রো শাখার ইনচার্জ জামশেদ খান রিয়াজ এর সভাপতিত্বে গ্রাহক সূধী সমাবেশ এবং ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ফেনী সেলস ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন,কোরাইশ মুন্সী বাজার মেট্রো শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ রমজান আলী। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গ্রাহক সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন সেনবাগ থানার এএসআই সাইফুল ইসলাম,ইউনিট ম্যানেজার মোহাম্মদ মোস্তফা,রাকিবুল হাসান,এফও সঞ্জয় দাস,ভুট্টো সহ প্রমুখ।
উক্ত ইফতার মাহফিলে কোম্পানির দুই শতাধিক নারী ও পুরুষ গ্রাহক উপস্থিত ছিলেন।