বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার সোনাতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে পৌরধীন কানুপুরে দেরশত বিঘা জমিতে প্রজেক্ট আকারে হাইব্রিড এরাইজ তেজগোল্ড জাতের ধানের চারা জমিতে রোপণ করার লক্ষ্যে বীজতলায় বীজ বপন করা হয়েছে।
অফিস সুত্রে জানা গেছে,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কৃষিকে সহজলভ্য ও যান্ত্রিককরণ করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এদিকে কানুপুরে প্রযেক্ট আকারে ফসলি জমিগুলো হাল চাষের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। তবে বীজতলায় ১৫লাইনে চারহাজার পাঁচশত ট্রেতে তিনশত কেজি বিজ বপন করেছে অফিস।
ফলে বীজগুলো ১৫/২০দিনের মধ্যে রোপন উপযোগী হলে সেই চারা গুলো যান্ত্রিক মেশিনের মাধ্যমে পুরা প্রজেক্টের জমিতে রোপন করা হবে। তবে এই প্রজেক্টের অন্তর্ভুক্ত জমির মালিক কানুপুর গ্ৰামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মোঃ আবুল বকুল মোল্লা সহ আরো কয়েকজন কৃষক প্রতিনিধিকে জানান, উপজেলা কৃষি অফিস সরকারী ভাবে আমাদের জমি অন্তর্ভুক্ত করায় আমরা খুশি।
খুবই ভালো উদ্যোগ আমাদের তেমন খরচো নেই সব খরচ অফিসের তবে শুনেছি প্রতিবিঘা জমিতে ৩০/৩৫মন হারে ধানের ফলন হবে। উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, হাইব্রিড জাতের এই ধানের ফলন বৃদ্ধি ও উৎপাদন খরচ কমিয়ে কৃষককে লাভবান করতে সমালয়ে চাষাবাদের কোন বিকল্প নাই।
কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন,সমালয়ে প্রদশর্নী বীজতলায় একই জাতের ধানের বীজ বপন করা হয়েছে তবে ফলনের দিক থেকে খুবই ভালো যা এক মণ হারে প্রতি শতক জমিতে এ ফসল ফলবে।