বিকাশ চন্দ্র স্বর্নকার, বগুড়া প্রতিনিধিঃ
বিশিষ্ট রাজনীতিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন “ঈগল”প্রতীকে আ.লীগের স্বতন্ত্র প্রার্থী হয়ে।
নির্বাচন কমিশন থেকে ঈগল প্রতিক পেয়েই প্রচার শুরু করেন এ আসনে আওয়ামী লীগের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী শ্যামল। তবে কর্মী-সমর্থক সহ সর্বস্তরের জনতার মাঝেও ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ প্রতিবেদককে এমনটাই জানালেন তিনি।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন এ আসনে ভোটের মাঠে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী শ্যামলের ঈগল প্রতিকের সাথে। আ.লীগ-স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান শ্যামল বলেন, আমি এ আসনে একেবারেই নতুন মুখ তারপরেও মানুষ আমাকে আপন ভেবে বুকের মাঝে ঠাই দিয়েছে। পাশাপাশি তিনি বলেন কেন জানি সোনাতলা-সারিয়াকান্দির মানুষ প্রকৃত অর্থে এবার পরিবর্তন চায় এবং বিগত দিনে সোনাতলা-সারিয়াকান্দির মানুষ বিভিন্নভাবে অসুন্তুষ্ঠ।
আগামী ৭ জানুয়ারি নির্ভয়ে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারলে এবং পরিবেশ সুষ্ঠু থাকলে ভোট বিপ্লব হবে এ আসনের জনগণের। আমি আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী। তবে এবার সুযোগ দেয়া হয়েছে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য। সোনাতলা-সারিয়াকান্দিতে বঙ্গবন্ধুর সৈনিকরা ভোটের অপেক্ষায় আছে কখন সে সুযোগ আসবে এবং দলমত নির্বিশেষে ভোট বিপ্লব ঘটাবে।
মাননীয় প্রধানমন্ত্রীর সুচারু পরিকল্পনায় দেশ যখন উন্নয়নের বন্যায় ভাসছে। প্রকৃত উন্নয়নের জন্য আমি সকলস্তরের জনসাধারনকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি এ আসনের সর্বস্তরের জনগণের দোয়া ও ভালোবাসা চায়। আসুন এবার সোনাতলা-সারিয়াকান্দিকে নতুনভাবে নতুন রুপে সাজাতে একসাথে ব্যালটের মাধ্যমে জবাব দেয় বললেন শ্যামল।