বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার সোনাতলায় পৌরসভার ৯নং ওয়ার্ডের কানুপুর মিস্ত্রীপাড়ায় নবান্ন উৎসব উপলক্ষে মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। দুই দিনের এ মেলায় প্রায় বত্রিশ লক্ষ টাকার মাছ বিক্রি হয়েছে বলে জানান স্থানীয়রা। তবে মেলাটি মাছের হলেও এতে হরেক রকমের পণ্যের পসরা সাজিয়ে বসেছিল দোকানীরা।
মেলায় বোয়াল, রুই, কাতলা, কার্ফু, গ্লাসকাপ, ব্লাককাপ, পাঙ্গাস,বাঘার সহ নানান প্রজাতির বাহারি মাছ উঠেছিলে। তবে মেলায় আসা প্রতিটি মানুষই মাছ কিনে রাস্তা দিয়ে বাড়ি ফিরে। দেখে মনে হচ্ছিল এ যেন মাছের মিছিল।
শুধু তাই নয় মেলায় বিনোদন প্রেমীদের জন্য ছিল নাগরদোলা,বৈদ্যুতিক ট্রেন,নৌকা,চরকি সহ আকর্ষণীয় নানা বাহারী সাজের কসমেটিকস। শ্রী ক্ষিতিষ চন্দ্র প্রাং নামের এক মাছের দোকানী জানান, প্রতি বছরেই ন্যায় এবারো মেলায় বিভিন্ন প্রজাতের মাছ নিয়ে দোকান সাজিয়ে বসেছি। তবে মেলার প্রথম দিন আমি সর্বচ্চ ১৮ কেজি ওজনের গ্লাসকাপ মাছ সহ লক্ষাধীক টাকার মাছ বিক্রয় করেছি। পরেশ চন্দ্র নামের এক জামাই জানান, আমি প্রতিবছরই এমেলায় আসি তবে শ্বশুর বাড়ির জন্য ৪৫০টাকা দরে ১৬কেজির রুইমাছ সাথে মিষ্টিও কিনেছি।
মেলার আয়োজক কমিটি জানান, প্রতি বছর নবান্ন উৎসবের দিনে এই মেলার আয়োজন করা হয়। তবে বিগত বছরের তুলনায় এ বছর মেলায় বেচাকেনা অনেক ভালো হয়েছে। এ মেলায় সোনাতলা সহ পার্শবর্তী সাঘাটা, গোবিন্দগঞ্জ এলাকার লোকজনও এসেছে মেলায় বেচাকেনা করতে। আগামীতে আরো জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাৎসরিক ও নবান্নের মেলা পরিচালনা করা হবে।