বিকাশ চন্দ্র স্বর্নকার, বগুড়া প্রতিনিধিঃ
বাঙালির প্রাণের উৎসব শারদীয় দুর্গা উৎসব। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এ উৎসবটি শুরু হলেও দশমী পূজার মধ্য দিয়ে শেষ হলো দুর্গা উৎসব। ফলে দশমীর দিনে পুরোহিতের মন্ত্র উচ্চারণ ঢুলিল ঢোলের তালে মায়ের ভক্তদের উপস্থিতিতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো এবারের শারদীয় দূর্গা উৎসব।
বিসর্জনের পর হিন্দু ধর্মালম্বী নারীরা দেবীর কপালে ও চরণে সিঁদুর দিয়ে একে অপরকে সিঁদুর রাঙ্গিয়ে দেয়।পাঁচ দিনের জন্য মন্দিরে দেবী এসেছে উপলক্ষে সেই আনন্দ দশমীর দিনে মুহূর্তে সবার চোখে মুখে বিষাদে পরিনত হয়। তবে সন্ধ্যায় দেবীকে আরতি উলুধ্বনি শঙ্কর ধ্বনি মধ্যে দিয়ে নদীর জলে ঘটবে দেবীর বিসর্জন। ফলে হিন্দু ধর্মালম্বীদের মতে তাদের আরাধ্য দেবী স্বর্গ থেকে এসেছিল। ভক্তদের মাঝে পাঁচ বিরাজ করে তিনি আবার স্বর্গে চলে গেলেন।