এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা):
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে বৃহস্পতিবার দুপুর ১ টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আল আমিন দ্রব্য মুল্যের উর্ধগতি রোধে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় সরকার নির্ধারিত দামে বিক্রি না করা, মূল্য তালিকা প্রদর্শন না থাকায় মুরগী ব্যবসায়ী আবুবকরকে ৩ হাজার, রুহুল আমিন ২ হাজার ও রাজুকে ২ হাজার টাকা জরিমানা করেন। একইভাবে কাঁচা বাজার ঘুরে দেখেন ও সরকার নির্ধারিত মুল্যে আলু, পেয়াজ সহ নিত্যপণ্যের মুল্যে তালিকা ঝুলিয়ে রাখতে খুচরা ব্যবসায়ীদের নির্দেশ দেন। এ সময় বাজারের ধান্য চত্বর ফাঁকা করতে এবং অবৈধভাবে ব্যবসায়ীদের দখলে থাকা দোকান সরিয়ে নিতে স্থানীয় ইউএলও কে নির্দেশ প্রদান করেন তিনি।
বৃহস্পতিবার থেকে সরকার কর্তৃক নির্ধারিত দামে বিক্রি ও ক্রেতা সাধারণ কে সজাগ থাকার জন্য আহবান করেন। অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার চলে যাওয়ার পরপরই ব্যবসায়ীরা তাদের পূর্বের রীতিতে ফিরে গিয়ে সরকার নির্ধারিত মুল্যে বিক্রি না করে রীতিমতো বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে। পরবর্তীতে বাজার ঘুরে দেখাগেছে, খুচরা বাজারে আলু ৪৫ টাকা, পেঁয়াজ ৭০ টাকা, ও অন্যন্য পণ্যের মুল্য অধিক দামে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। তারা জানান খুশবো এন্টার প্রাইজ থেকে তারা আলু ৪২ টাকায় ক্রয় করে ৪৫ টাকায় বিক্রি করছেন। একইভাবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রিত হচ্ছে আড়ৎ থেকে। তাদের দাবি, আড়ৎদারদের নিয়ন্ত্রণ করতে পারলে বাজার নিয়ন্ত্রণে চলে আসবে। এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি তাদের।
ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, ২ নং কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, পেশকার মোঃ ইব্রাহিম, ইউএলও মো: কামাল হোসেন, সুমন ঘোষ, কপিলমুনি পুলিশ ফাঁড়ির দারোগা এস আই সাহাজুল।