০৭:০০ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

কর্ণফুলী সেতুর যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ জরুরি, এডভোকেসি ফোরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম থেকে:

চট্টগ্রাম নগরের কর্ণফুলী সেতুর উত্তর পাশের মোড়ে দীর্ঘদিনের যানজট নিরসনে সরকারি বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বক্তারা। তাঁদের মতে, সিটি কর্পোরেশন, সিডিএ, ট্রাফিক বিভাগ, বিআরটিএসহ সংশ্লিষ্ট সব সংস্থা, চালক ও যাত্রী—সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব নয়।

২৩ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের উদ্যোগে আয়োজিত ‘কর্ণফুলী ব্রিজ এলাকার যানজট নিরসনে করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সেক্রেটারি জসিম উদদীন চৌধুরী। এতে উপস্থিত ছিলেন সিডিএ বোর্ড সদস্য জাহিদুল করিম কচি, ডিসি ট্রাফিক (উত্তর) নেছার আহমেদ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার আশরুপা হক, রিজিওনাল কো-অর্ডিনেটর সদরুল আমিন, সিডিএ নির্বাহী প্রকৌশলী রাজিব দাশ, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. নেজাম উদ্দিন, বিআরটিএ উপপরিচালক (ইঞ্জি.) কে এম মাহবুব কবির, সিডিএ বোর্ড সদস্য নজরুল ইসলাম ও ক্যাব সাধারণ সম্পাদক ইকবাল বাহার ছাবেরি প্রমুখ।

বক্তারা বলেন, পরিকল্পনাহীন পার্কিং, রাস্তার দুপাশে দোকানপাট স্থাপন ও অযাচিত স্টপেজের কারণে কর্ণফুলী সেতুর যানজট দিন দিন বেড়ে যাচ্ছে। এ সমস্যা সমাধানে নগর পরিকল্পনা সংস্থা, ট্রাফিক বিভাগ ও স্থানীয় প্রশাসনকে একসাথে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৮:০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
৬৪

কর্ণফুলী সেতুর যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ জরুরি, এডভোকেসি ফোরাম

আপডেট: ০৮:০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম থেকে:

চট্টগ্রাম নগরের কর্ণফুলী সেতুর উত্তর পাশের মোড়ে দীর্ঘদিনের যানজট নিরসনে সরকারি বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বক্তারা। তাঁদের মতে, সিটি কর্পোরেশন, সিডিএ, ট্রাফিক বিভাগ, বিআরটিএসহ সংশ্লিষ্ট সব সংস্থা, চালক ও যাত্রী—সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব নয়।

২৩ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের উদ্যোগে আয়োজিত ‘কর্ণফুলী ব্রিজ এলাকার যানজট নিরসনে করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সেক্রেটারি জসিম উদদীন চৌধুরী। এতে উপস্থিত ছিলেন সিডিএ বোর্ড সদস্য জাহিদুল করিম কচি, ডিসি ট্রাফিক (উত্তর) নেছার আহমেদ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার আশরুপা হক, রিজিওনাল কো-অর্ডিনেটর সদরুল আমিন, সিডিএ নির্বাহী প্রকৌশলী রাজিব দাশ, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. নেজাম উদ্দিন, বিআরটিএ উপপরিচালক (ইঞ্জি.) কে এম মাহবুব কবির, সিডিএ বোর্ড সদস্য নজরুল ইসলাম ও ক্যাব সাধারণ সম্পাদক ইকবাল বাহার ছাবেরি প্রমুখ।

বক্তারা বলেন, পরিকল্পনাহীন পার্কিং, রাস্তার দুপাশে দোকানপাট স্থাপন ও অযাচিত স্টপেজের কারণে কর্ণফুলী সেতুর যানজট দিন দিন বেড়ে যাচ্ছে। এ সমস্যা সমাধানে নগর পরিকল্পনা সংস্থা, ট্রাফিক বিভাগ ও স্থানীয় প্রশাসনকে একসাথে কাজ করতে হবে।