বিকাশ চন্দ্র স্বর্নকার, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সোনাতলার বিভিন্ন এলাকায় অসংখ্য গরুর মাঝে দেখা দিয়েছে লাম্পি স্কিন নামের রোগ। এদিকে এ রোগের সঠিক চিকিৎসার অভাবে এবং গ্ৰাম্য চিকিৎসকের ভুল চিকিৎসায় ৩টি গরুর মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।
তবে উপজেলা প্রাণিসম্পদ অফিস সুত্রে জানা গেছে,লাম্পি স্কিন ডিজিজ গরুর মাঝে দেখা দিলে আতংকিত না হয়ে বরং দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ালে গরু সুস্থ্য হয়ে উঠবে। এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয়রা জানান,এ রোগের প্রাদুর্ভাব প্রচন্ড বেরে গেছে এবং এ রোগে গরু মারাও যাচ্ছে। পৌর এলাকার গোপাইবাড়ি গ্ৰামের মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ বিদ্যুৎ মিয়া জানান,লাম্পি স্কিন রোগ দেখা দিলে গ্ৰাম্য চিকিৎসকের শরণাপন্ন হলে তার চিকিৎসাধীন অবস্থায় গরুটি মারা যায় যার বাজার মূল্য প্রায় দু-লক্ষ টাকা বলে জানিয়েছেন।
অপরদিকে গোশাইবাড়ি গ্ৰামের আনার মিয়ার ছেলে লিমন মিয়া,চরপাড়া মাঝিপাড়া গ্ৰামের শম্ভুচাদ প্রামানিকের ছেলে নিখিল চন্দ্র প্রামাণিক জানান, তাদের গরুও এরোগ হওয়ার পর গ্ৰাম্য চিকিৎসকের শরণাপন্ন হয়ে ঔষধ খাওয়ালেও শেষ পর্যন্ত গরু মারা যায় এতে দুজনের প্রায় দেরলক্ষের অধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা। থানা মোড় সংলগ্নের মোঃ নুর আলম জানান, আমার ১টি বাছুরের লাম্পি স্কিন রোগ হয়েছে এবং গরুটি বর্তমানে খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে এ কারণে আমি প্রাণী সম্পদ অফিসে নিয়ে এসে চিকিৎসা নিলাম।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকী বলেন,লাম্পি স্কিন ডিজিজে বিচলিত না হয়ে বরং দ্রুত আমাদের অফিসে নিয়ে এলে চিকিৎসা সহ ঔষুধ দেওয়া হবে। তিনি আরো বলেন এ রোগের আগে গরু জ্বর অনুভব করলে সে সময়ে শুধু জ্বরের ঔষধ ব্যতিত এন্টিবায়োটিক ঔষধ না খাওয়ানোই ভালো।