• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বাঁশখালীতে ৬৪৫ বোতল বিদেশী মদ জব্দ, গাড়ি সহ গ্রেফতার-০৩ রেড ব্রিজ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্লাশ পার্টি ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন আমতলীতে অর্থনৈতিক শুমারি উপলক্ষে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভায় হট্টগোল ও হাতাহাতি নোয়াখালীতে নিখোঁজের ১০ দিন পর খালে মিলল বেদের মরদেহ প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রথমবার সচিবালয়ে বৈঠকে ডা. শফিকুর রহমান বলেন, মুক্তিযুদ্ধে কোনো ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে জামায়াত নবলোক ও ওয়াটার এইড এর যৌথ উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে “Gender Transformative WASH” বিষয়ে প্রধান শিক্ষকদের সাথে মত বিনিময় স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিগম্যতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার গোনালী একটি পতিত জমিতে জাতীয় ফুল শাপলা স্মৃতির আসনে জায়গা নিয়েছে

ধামরাইয়ে স্নোটেক্স পোশাক কারখানার ভিতর থেকে নারী শ্রমিকের মৃতদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

ঢাকা জেলা প্রতিনিধিঃ

ঢাকার ধামরাইয়ে একটি পোশাক কারখানার ভিতর থেকে এক নারী পোশাক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই পৌরসভার ঢুলিভিটা এলাকায় অবস্থিত স্নোটেক্স পোশাক কারখানার ২য় ভবনের ছাদ থেকে পরে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে ওই নারী শ্রমিকের মৃত্যু নিয়ে রহস্য রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেছেন,তার সাথে কারখানার ভিতরের এক অফিসারের প্রেমের সম্পর্ক ছিল। তার সাথে অন্যায় কিছু হয়েছে বিধায় তিনি ছাদ থেকে পরে আত্মহত্যা করেছেন। ঘটনার সত্যতা ও তথ্য জানার জন্য স্থানীয় সাংবাদিকরা কারখানার ভিতরে প্রবেশ করতে চাইলে সাংবাদিকদের ভিতরে প্রবেশ করতে দেননি কর্তৃপক্ষ।

নিহত শিলা আক্তার বৃষ্টি (২১) রাজবাড়ী জেলার গোয়ালন্দ এলাকার বাচ্চু শেখের মেয়ে। তিনি ধামরাইয়ের পৌর এলাকায় ভাড়া থেকে স্নোটেক্স পোশাক কারখানার ২য় ভবনের ৬ষ্ঠ তালায় অপারেটর হিসেবে কাজ করতেন।

জানা যায়, শিলার সাথে স্নোটেক্স কারখানার এক অফিসারের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পক ছিল। প্রেমের সম্পর্কের কারনে ওই অফিসারের সাথে তার শারীরিক সম্পক তৈরি হয়। একপর্যায়ে শিলা তার প্রেমিককে বিয়ে কথা বললে তিনি বিয়ে করতে অস্বীকার করে। এনিয়ে শিলা গত কয়েকদিন ধরে মানসিক ভাবে ভেঙে পড়ে। সকাল ৬টার দিকে শিলা আক্তার বৃষ্টি স্নোটেক্স পোশাক কারখানা আসেন। দুপুরের দিকে তিনি ছাদে উঠে যায়। পরে ছাদ থেকে নিচে পরে যায় শিলা আক্তার। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কিন্তু কারখানা কর্তৃপক্ষ দাঁয় বাঁচাতে শিলাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেক শ্রমিক বলেন, পোশাক শ্রমিক শিলার সাথে কারখানার এক অফিসারের প্রেমের সম্পর্ক ছিল। তাকে বিয়ে না করার কারনে আত্মহত্যা করেছে। তারা আরও বলেন, ওই কারখানায় মাঝে মধ্যে শ্রমিকরা যৌন হয়রানির শিকার হয়। এর বিচার কোন শ্রমিক না পাওয়ায় মাঝে মধ্যে শ্রমিকরা করে।

স্নোটেক্স পোশাক কারখানা এডি অপারেশন জয়দুল হোসাইন বলেন, ধামরাই থানার ওসি আসছেন তারা বিষয়টি তদন্ত করছেন। আমাদের কারখানায় সিসিটিভির ফুটেজ দেখে বোঝা যাচ্ছে মেয়েটি ইচ্ছাকৃতভাবেই ছাদ থেকে পরে আত্মহত্যা করেছেন।

এবিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান পিপিএম জানান, খবর পেয়ে আমরা ঘটনারস্থল পরিদর্শন করেছি। সিসিটিভির ফুটেজ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মেয়েটি তার নিজের ইচ্ছেতেই একাই ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি তার প্রেমের সম্পর্ক ছিলো। সেই সম্পর্কের অবনতির কারণেই সে এই কাজ করেছে। এঘটনায় তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে আরো বিস্তারিত বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ