মোঃ রিয়াজুল সোহাগ, নোয়াখালী থেকেঃ
নোয়াখালী জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট
শাখা আহবায়ক কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৯ জুন) বিকেল ৫টায় জেলা শহর মাইজদী শহীদ মিনার চত্বরে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক দেলওয়ার হোসেন মিন্টু’র সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান বঙ্গবিপ্লবের পরিচালনায় বক্তব্য রাখেন,যুগ্ম আহবায়ক মো. শরীফ, ফয়েজ আহাম্মেদ, আলাউদ্দিন সুজন, জেলা সদস্য ও জাতীয় কবিতা পরিষদ নোয়াখালী শাখার সহসভাপতি ফয়জুল ইসলাম জাহান, লোক সংস্কৃতি নোয়াখালীর শাখার সম্পাদক রোমানা ইসলাম, রিদম শিল্পী গোষ্ঠীর সভাপতি আনোয়ারুল আজিম জনি, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নোয়াখালী জেলা শাখার সহ সভাপতি মুলতানুর রহমান মান্না, কন্ঠশিল্পী কায়েস সহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানান।