এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
খুলনার পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন আফরোজ শাহীন খসরু। তিনি মঙ্গলবার (৩০ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এর নিকট থেকে তার দায়িত্বভার বুঝে নেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের পক্ষ থেকে নবাগত সহকারী কমিশনার (ভূমি) কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড আফরোজ শাহীন খসরু’র বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়। তার পিতা শেখ আজিজুর রহমান ছিলেন স্কুলের প্রধান শিক্ষক। মা নার্গিস শাহীন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
তিনি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে বিসিএস ৩৬ তম ব্যাচে প্রশাসন ক্যাডারে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসাবে যোগদান করেন।
এরপর পর্যায়ক্রমে তিনি নড়াইল ডিসি অফিস, কুষ্টিয়া জেলার দৌলতপুর এবং ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসাবে কর্মরত ছিলেন।
গত ৩০ মে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসাবে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় যোগদান করেন।