• মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি করায় আওয়ামী রোষানলে একটি পরিবার নিঃস্ব হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড অপারেশন ডেভিল হান্ট কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার আমতলীতে বর্জ্যের বিষে পায়রার পানি দূষিত জনস্বাস্থ্য হুমকির মুখে গোপনীতার মধ্যও ফাঁস হলো মেহজাবীনের যে ছবি আদমদীঘিতে ট্রাক্টরের মাটিতে সড়কে কাদা- ঝুঁকি নিয়ে যান চলাচল আদমদীঘিতে ট্রাক্টরের মাটিতে সড়কে কাদা- ঝুঁকি নিয়ে যান চলাচল দিনে, রাতে বেড়েছে ছিনতাই, ব্যবস্থা নিতে মাঠে নামবে বিশেষায়িত ইউনিট : আইজিপি ইসরাইল থেকে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি স্থগিত সিদ্ধান্তে মার্কিন সমর্থন তিনটি গুলি করে ‘২০০ ভরি ‌স্বর্ণ’ লুট,আহত ব্যবসায়ী হাসপাতালে  ‘এই সপ্তাহে’ রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে শেষ হতে পারে

তর্কবিতর্কের মধ্য স্থানীয় সরকার নিয়ে ইশরাকের কড়া হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
আপডেটঃ : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

স্থানীয় সরকার নির্বাচন আগে, না জাতীয় সংসদ নির্বাচন? এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে বিভিন্ন মতামত ও তর্কবিতর্ক। এবার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

আজ রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। পাঠকদের জন্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো :

‘স্থানীয় নির্বাচন নিয়ে অন্তর্বতীকালীন সরকারের নিজস্ব পরিকল্পনা থাকতে পারে। হতে পারে এর মাধ্যমে ছোট দল, নতুন দল তাদের পাল্লা ভারী করার একটা সুপ্ত প্রয়াস চালাবে। অন্য কোনো পক্ষেরও এজেন্ডা থাকতে পারে। কিন্তু আমার দৃষ্টিতে মার্কাবিহীন এই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে খুনি হাসিনার অমানুষ জালেম বাহিনীর উথান ঘটবে। সেই সংক্রান্ত আলামত ও কিছু আনাগোনা শুনতে পাচ্ছি। আমাদের স্পষ্ট দলীয় সিদ্ধান্ত রয়েছেই এই ব্যাপারে।

‘এর বাইরে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র প্রার্থী হিসেবে অথবা মহানগর বিএনপির সদস্য হিসেবে অথবা একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে, যেভাবেই বিবেচনা করা হোক আমাকে। বই পড়তে শেখার আগে ঢাকার রাজনীতি শিখতে শুরু করেছি। জন্ম থেকে এগুলো দেখছি, বিদেশে কেবল উচ্চশিক্ষার জন্যে কয়েক বছর কাটিয়েছি। ঢাকার অলি গলির রাজনীতি কীভাবে হয় এবং হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের সময় তা নতুন করে বয়ান দেওয়ার দরকার নেই।

‘ঢাকা ও অন্যত্র স্থানীয় সরকার নির্বাচনের যে কোনো উদ্যোগকে একটি চক্রান্ত হিসেবেই গণ্য করা হবে। হাসিনার কমিশনার/কাউন্সিলরা কেমনে হয় এবং তারা কীভাবে ফিরে আসতে পারে ওইটা আমাদের মুখস্ত। জীবন থাকতে কোনও স্থানীয় সরকার-ফরকার হবে না।

তার আগে অন্তত ঢাকার প্রাণকেন্দ্র দক্ষিণ ঢাকায় আমার সাথে যুদ্ধ করে, আমাকে কবরে পাঠিয়ে তারপর করতে পারলে করবে। এই সরকারকে এর চাইতে স্পষ্ট ভাষায় আর কিছু বলার নাই। আর আমাদের দলীয় কেউ যদি ভুলেও স্বপ্ন দেখেন, যেই হন না কেন আপনাদের চিনবো না। অতএব এলাকায় ফ্যাসিবাদের স্থান দেওয়ার আগে ১০০ বার চিন্তা করে নিয়েন। আগে বরখাস্তকৃত কমিশনের/কাউন্সিলর পদধারী হাসিনার কিলার বাহিনীদের বিচার, শাস্তি ও নির্মূল করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ