সেনবাগ সরকারি ডিগ্রি কলেজে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত
সেনবাগের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সেনবাগ সরকারি ডিগ্রি কলেজের উদ্যোগে ” নতুন বাংলাদেশ” গড়ার লক্ষ্যে বুধবার দুপুরে তারুণ্যের উৎসব ২০২৫ আয়োজিত হয়েছে।
এতে পরিষ্কার পরিচ্ছন্নতা-সচেতনতাবৃদ্ধি কার্যক্রম,উদ্ভাবন ও উদ্যোক্তা, ক্রিকেট ও ফুটবল, পিঠা উৎসব ছাড়াও জুলাই বিপ্লব সম্পর্কিত আলোচনা সভার আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সেনবাগ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ একে এম সেলিম চৌধুরী, কানকিরহাট কলেজের অধ্যক্ষ একে এম নেছার উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা হোসেন,সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহাতে জান্নাত কাজল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নুরুজ্জামান সহ প্রমুখ।
অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে আয়োজিত তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়েছে।