নোয়াখালীর চরমটুয়ায় প্রবাসীর বসত ঘরে ফের হামলা
নোয়াখালী সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের ব্রম্মপুর উদয় সাধুর হাটের উত্তর পাশে বানিয়া বাড়িতে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার সময় একদল মুখোশধারী সন্ত্রাসীরা ওমান প্রবাসী আফসারের বসতঘর ভাঙচুর করে।
পরবর্তীতে খবর পেয়ে সুধারাম মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর থেকে সন্ত্রাসীরা বিভিন্নভাবে হুমকি-ধমকি দিতে থাকে।
এতে প্রবাসী আফসারের পরিবার ও শিশুসন্তানসহ নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রবাসী পরিবার প্রশাসন এবং ছাত্র সমন্বয়ের মাধ্যমে এলাকাবাসীর সহযোগিতা কামনা করছে।
উল্লেখ্য যে, এর আগেও প্রবাসী পরিবারটির ওপর ২০২৪ সালের ১৬ ও ১৭ জুলাই সন্ত্রাসীরা হামলা করে৷