সোনাতলায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পরী অনুষ্ঠিত
কাবিং করবো,সুশৃঙ্খল জীবন গড়বো এই মুল প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পরী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে (১৫নভেম্বর) শুক্রবার বিকাল ৪টায় বাংলাদেশ স্কাউটস উপজেলা এর আয়োজনে সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কাউটস উপজেলার সহ-সভাপতি এনায়েতুর রশিদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস উপজেলার সভাপতি স্বীকৃতি প্রামাণিক।
শুরুতেই জাতীয় পতাকা,স্কাউটস পতাকা ও উপজেলা স্কাউটসের পতাকা উত্তোলনের করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক,উপজেলা শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ ও উপজেলা স্কাউস লিডার শেখ বাদশা মিয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কাউটস এর উপজেলা কমিশনার শেখ নজমুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতি এনায়েত রশিদ জানান,৫দিনব্যপী এ অনুষ্ঠানে ৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৪০জন শিক্ষার্থীরা কাবে অংশগ্রহণ করেছেন।
এ অনুষ্ঠানে পিটি,প্যাক মিটিং,গ্ৰান্ড ইয়েল,আইন প্রতিজ্ঞা,মহাতাবো জলসা,কাব অভিযান সহ নৈতিক ও দেশ প্রেমে জাগ্ৰত করা হবে শিক্ষার্থীদের। আরো উপস্থিত ছিলেন,সবুজ সাথী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এটিএম আনিছুর রহমান,মমিনুল ইসলাম,মিজানুর রহমান,মতিনুর রহমান,ফয়জুল হক সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।