• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রথমবার সচিবালয়ে বৈঠকে ডা. শফিকুর রহমান বলেন, মুক্তিযুদ্ধে কোনো ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে জামায়াত নবলোক ও ওয়াটার এইড এর যৌথ উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে “Gender Transformative WASH” বিষয়ে প্রধান শিক্ষকদের সাথে মত বিনিময় স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিগম্যতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার গোনালী একটি পতিত জমিতে জাতীয় ফুল শাপলা স্মৃতির আসনে জায়গা নিয়েছে রংধনু স্পোর্টিং ক্লাব আয়োজিত শুভ সকাল অনুর্ধ ১৫ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নোয়াখালীতে এক শিশুর দায়ের আঘাতে আরেক শিশুর মৃত্যু মধুপুরে উপজেলা ভিত্তিক ভুমি বিষয়ক সচেতনতা মুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত কেরানিহাট ‘দি গ্রিন ভিশনে’র মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বরগুনায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশন এর উদ্যােগে বৃক্ষরোপন কর্মসূচি পালন

ধর্ম চর্চা মানেই ভগবানের নৈকট্য লাভঃ নামপ্রেম দাস ব্রহ্মচারী, প্রেমভক্তিতে সন্তুষ্ট ভগবান

বিকাশ স্বর্নকার, বগুড়া প্রতিনিধি:
বিকাশ স্বর্নকার, বগুড়া প্রতিনিধি:
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

ধর্ম চর্চা মানেই ভগবানের নৈকট্য লাভঃ নামপ্রেম দাস ব্রহ্মচারী, প্রেমভক্তিতে সন্তুষ্ট ভগবান

ধর্ম চর্চা মানেই ভগবানের নৈকট্য লাভকরা এবং প্রেম ভক্তিতেই সন্তুষ্ট ভগবান। তবে বিনা দোষে প্রাণী হত্যা,অবৈধ সংঘ,নেশা ও জুয়াতে যথেষ্ট পাপ রয়েছে। তাই বলো কৃষ্ণ,জপো কৃষ্ণ,লও কৃষ্ণের শিক্ষা। এছাড়াও মালা জপের ক্ষেত্রে মাছ-মাংস ভক্ষণে কোন বাধা নেই।যে কোন সময় যেকোন স্থানে মালা জপের মাধ্যমে ভগবানের নৈকট্য লাভ করা যায়।গত বুধবার রাতে দামোদর মাসের তাৎপর্য নিয়ে বগুড়ার সোনাতলা পৌরধীন রাম নারায়ণ বিহানি সার্বজনীন দূর্গা মন্দিরে এক অনুষ্ঠানে ভক্তের উদ্দেশ্যে এসব ধর্মীয় কথা আলোচনা করছিলেন নাটোরের ইসকন মন্দিরের অধ্যক্ষ নামপ্রেমদাস ব্রহ্মচারী।

এ সময়ে শত শত ভক্তবৃন্দ তার এই প্রেমময়ী কথা শ্রবন করছিলেন। ধর্মীয় কথার মাঝে মাঝে সনাতনী নারীদের উলুধ্বনীতে মুখরিত ছিল মন্দির প্রাঙ্গন। আলোচনা অনুষ্ঠানের শেষে ধর্মীয় বিষয় নিয়ে নানা ধরনের প্রশ্নের উত্তর দেন তিনি। এছাড়াও অন্যান্য আলোচক দামোদর মাসের তাৎপর্য তুলে ধরেন। তবে অনুষ্ঠানে আসা ভক্তবৃন্দরা বলেন,ভগবান শ্রী দামোদরের প্রিয় কার্ত্তিক মাস যে ব্যক্তি কার্ত্তিক ব্রত পালন করে না,সে ব্রহ্মঘাতী,গো-ঘাতী ও সদা মিথ্যাবাদী হয়ে থাকে।ঘৃত বা তিলের তৈল যুক্ত কর্পূর মিশ্রিত প্রদীপ দ্বারা ভক্তি সহকারে ভগবানের চরণে চার বার,নাভি দেশে দুই বার, মুখ ম-লে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার ডানদিক থেকে প্রদীপ ঘুরিয়ে আরতি করলে ভালো ফলাফল পাওয়া যায়।

অনুষ্ঠান শুরুর আগে দেশ জাতির মঙ্গল কামনায় প্রদিপ প্রজ্বলন,ধর্মীয়কীর্তন,শাস্ত্রগ্রন্থাদি পাঠ শেষে ৩থেকে ৪শতাধিক ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করেন আয়োজক কমিটি। আয়োজক কমিটির সদস্য জানান, মাসব্যাপী এ অনুষ্ঠানে আমরা আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করে আসছি তবে কেউ কেউ তাদের মনোবাসনা কামনায় তারাও প্রসাদের ব্যবস্থা করে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ