• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
ডুমুরিয়ায় অবৈধভাবে ব্রাহমার সীমেন গরুর প্রয়োগ করে উত্তম কুমার বিশ্বাস খমা চাইলেন নোয়াখালীতে ৩ লক্ষ টাকার বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সৌদি যাওয়ার ৩ দিনের মধ্যে যুবকের মৃত্যু অর্থাভাবে লাশ আনতে পারছে না পরিবার সেনবাগে পৌর বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র নিয়ে টিকটক: যুবদল আহ্বায়কসহ গ্রেপ্তার-৫ আব্দুল কাইউম জমাদ্দার কে ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজের সভাপতি নির্বাচিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক ৪ জন স্বপ্নের বাজার ও ২ জন লাখপতি নির্বাচিত ডুমুরিয়ায় ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা আওয়ামীলীগ সরকারের রোষানলের কারনে প্রতিষ্ঠার ২৪ বছরেও এমপিওভূক্ত হয়নি আমতলীর টিয়াখালী কলেজ, হতাশ শিক্ষক ও কর্মচারীরা

আওয়ামী সরকারের শাসনামলে গুম হওয়া নেতাকর্মীদের  স্বজনের কাছে ফিরিয়েদিন, জগন্নাথপুরে সংবর্ধনা অনুষ্ঠানে তাহসিনা রুশদীর লুনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

রিয়াজ রহমান, সুনামগঞ্জ থেকে:

এক যুগ পর যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহি কমিটির অন্যতম সদস্য কয়ছর এম আহমেদ নিজ জন্মভূমি জগন্নাথপুর এসে সংবর্ধিত হলেন। জগন্নাথপুর পৌর শহরের পৌর পয়েন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়। দুপুর থেকে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সংবর্ধনা সভা স্হলে সমবেত হন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

২২ অক্টোবর মঙ্গলবার বিকেল ৩ টায় জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ডঃজিয়াউর রহিম শাহীন এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন আহমেদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেন, আপনারা জানেন স্বৈরাচারি শেখ হাসিনা সরকারের শাসনামলে আমার স্বামী আপনাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীসহ অসংখ্য বিএনপি নেতাকর্মী গুম হয়েছে।

বর্তমান সরকারের কাছে আমর দাবী গুম হওয়া আমার স্বামীসহ বিরোধী দলীয় সকল নেতাকর্মীদের খোঁজে বের করে তাদের স্বজনের কাছে ফিরিয়ে দিতে হবে। সংবর্ধিত অতিথির বক্তব্যে  যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, আমি আপনাদের সন্তান গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে অতিষ্ঠ ছিলাম। আজ এক যুগ পর আপনাদের পাশে এসেছি। এ অনুভূতি অন্যরকম। তিনি বলেন, গত এক যুগ ধরে আত্বীয় স্বজন পরিবারের সদস্যদের দেখতে আসতে পারি নি।

এমনকি এই সময়ের মধ্যে অনেক দলীয় নেতাকর্মী দুনিয়ায় থেকে বিদায় নিয়েছে আমি তাদের জানাযার নামাজ পড়তে পারি নাই এটা আমার দুর্ভাগ্য। শত কষ্টের মাঝে আপনাদের মুখে আজ হাসি দেখে আমি আনন্দিত। আগামীতে আমরা তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশ গড়তে চাই। জগন্নাথপুরের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। তিনি বলেন আমি আপনাদের সন্তান হিসেবে সব সময় আপনাদের পাশে ছিলাম এবং আগামীতে থাকব। আমি কাজ করতে চাই আপনাদের জন্য। এজন্য তিনি সবার সহযোগিতা প্রয়োজন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি কলিম উদ্দিন মিলন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, 

হাফিজ শাহেদ আলম এর কোরআন তেলোয়াত করার মধ্য দিয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাসুক উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনুর আলী, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান। স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপি সহ সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি তাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক মিসবাহুজ্জামন সুহেল, সুজাতুর রেজা,যুক্তরাজ্য বিএনপির দপ্তর সম্পাদক ডঃ মুজিবুর রহমান যুক্তরাজ্য বিএনপির অর্থ সম্পাদক ছালেহ আহমদ গজনবী,জগন্নাথপুর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি, যুক্তরাজ্য বিএনপির নেতা রাজু আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আবুল হোসেন,  যুক্তরাজ্য বিএনপির নেতা আব্দুল মতিন লাকী প্রমূখ।

বক্তারা বলেন, দেশ নায়ক তারেক রহমানের আস্তাবাজন নেতা হিসাবে আওয়ামী সরকার প্রতিহিংসায় হয়রানী করার  লক্ষে কয়ছর এম আহমদ এর বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন স্থানে মামলা দায়ের করে।এই অবস্থায় শত ইচ্ছা থাকলেও  কয়ছর এম আহমেদ দেশে ফিরতে পারেননি। কিন্তু তিনি দেশে থাকা নেতাকর্মীদের দুর্দিনে প্রবাস থেকেও পাশে থেকেছেন। বাড়িয়েছেন সহযোগিতার হাত। বলেন, বিএনপির দুঃসময়ের কান্ডারী কয়ছর ভাই। আগামি সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে তার বিকল্প নেই। এই আসনের তৃণমুলের নেতাকর্মীর প্রাণ হচ্ছেন তিনি। এছাড়া করোনা, বন্যাসহ সকল দুর্যোগে যুক্তরাজ্য থেকে তিনি দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

দলের উপর যখন স্বৈরাচার শেখ হাসিনার সরকারের স্টিম রোলার চলছিল তখন নেতাকর্মীদের সুসংগঠিত রাখতে সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ, মনোবল ধরে রাখাসহ সার্বিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন দুর্যোগ ও হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। দীর্ঘদিন পর কয়ছর ভাইয়ের আগমন উপলক্ষে নেতাকর্মীরা উজ্জীবিত। জগন্নাথপুরে নেতাকর্মীদের মিলন মেলায় পরিনিত হয়েছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ