• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ডুমুরিয়ায় অবৈধভাবে ব্রাহমার সীমেন গরুর প্রয়োগ করে উত্তম কুমার বিশ্বাস খমা চাইলেন নোয়াখালীতে ৩ লক্ষ টাকার বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সৌদি যাওয়ার ৩ দিনের মধ্যে যুবকের মৃত্যু অর্থাভাবে লাশ আনতে পারছে না পরিবার সেনবাগে পৌর বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র নিয়ে টিকটক: যুবদল আহ্বায়কসহ গ্রেপ্তার-৫ আব্দুল কাইউম জমাদ্দার কে ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজের সভাপতি নির্বাচিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক ৪ জন স্বপ্নের বাজার ও ২ জন লাখপতি নির্বাচিত ডুমুরিয়ায় ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা আওয়ামীলীগ সরকারের রোষানলের কারনে প্রতিষ্ঠার ২৪ বছরেও এমপিওভূক্ত হয়নি আমতলীর টিয়াখালী কলেজ, হতাশ শিক্ষক ও কর্মচারীরা

জগন্নাথপুরে ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে বেশির ভাগ সবজি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রেতাদের ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

রিয়াজ রহমান:

গত কয়েক দিন ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। বাজারে প্রায় সব সবজির দামই ১০০ টাকার ওপরে। মুরগি ও মাছের দামেও নেই স্বস্তি। বিক্রেতারা বলছেন, শুধু জগন্নাথপুরে নয়, উৎপাদন এলাকায়ও সবজির দাম চড়া। সবজির দাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বাজার তদারকির জন্য প্রশাসনের নিকট দাবী জানান।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বাজার ঘুরে দেখা গেছে।
বেশিরভাগ সবজি কেজিতে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকায়। এরমধ্যে রয়েছে বরবটি, করলা, ঝিঙা, চিচিঙা ও ধুন্দল, পটল,মুলা। এসব সবজির দর ১০০ টাকার নিচে কোনোভাবেই নামছেই না। ১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে, পেঁপে ও আলু। শীতের আগাম সবজি উঠতে শুরু করেছে। তবুও বাজারে সরবরাহ কম। বেগুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়, টমেটো ২৮০ টাকা, ধনিয়াপাতা ৫৫০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। সবজির খুচরা বিক্রেতারা বলছেন, গত সপ্তাহের চেয়ে সবজির দাম বেড়েছে কেজিপ্রতি ২০থেকে ৩০ টাকা।সবজির দাম বাড়লে ও গত সপ্তাহের চেয়ে ডিম ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে।

কয়েক সপ্তাহ ধরে কাঁচামরিচের দামও বেড়েছে। মঙ্গলবার কাঁচামরিচ বিক্রি হচ্ছে মান ভেদে ৩৪০থেকে ৪০০টাকা দরে। জগন্নাথপুর পাইকারি কাঁচামাল আড়ৎ মালিকগন বলেন, দেশের কোথাও কোথাও বৃষ্টি অস্বাভাবিক। উত্তরাঞ্চলেরও বেশ কিছু এলাকায় বন্যা হচ্ছে। ফলে ক্ষেতে সবজি নষ্ট হয়ে গেছে। সেজন্য উৎপাদন এলাকায় কৃষকরাও এখন তুলনামূলক দাম বেশি নিচ্ছেন।

জগন্নাথপুরপুর গ্রামের বাসিন্দা আইনজীবী সহকারী আবুল হাসনাত বেলাল তার ফেইসবুক ফেইসএ ক্ষোভ প্রকাশ করে লিখেন সবজির বাজার তদারকির যেন কেউ নেই। এই আইনজীবী সহকারীরমত অনেক ক্রেতা বাজার তদারকির জন্য প্রশাসনের নিকট দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ