• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মধুপুরে শাকিল’স কিচেনের শুভ উদ্বোধন নোয়াখালীতে নিখোঁজের ৪দিন পর পুকুর থেকে মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৬টি দোকান পুড়ে ছাই ক্ষতির পরিমান দেড় কোটি টাকা সোনাতলায় এক্সিম ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নোয়াখালীতে প্রশাসনের নাম ভাঙিয়ে ভেঙ্গে দেয়া ইটভাটা পুনরায় চালুর অভিযোগ পঞ্চগড়ে বিধবা হাইকোটের রায়ে ১৯ বছর পর পেতে যাচ্ছে ২০ একর ভুমি সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও’র যোগদান ও পুরস্কার বিতরণ ধনবাড়িতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও জনসভা অনুষ্ঠিত ধামরাই ইউনিয়ন বিএনপি-যুবদল-ছাত্রদল ও সহযোগী সংগঠনের আয়োজনে জনসভা অনুষ্ঠিত সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত ও দুস্হদের মাঝে কম্বল বিতরণ

ধনবাড়িতে পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে বিএনপির একাংশের উপর হামলা আহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরের পার্শ্ববর্তী ধনবাড়ি উপজেলাধীন সাত্তার কান্দি এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর নেতাকর্মীদের উপর অপর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন এর অনুসারীরা অর্তকিত হামলার ঘটনা ঘটিয়েছে। এতে এড. মোহাম্মদ আলীর পক্ষের অন্তত ১২জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানান তারা।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় শ্রী শ্রী সার্বজনীন দূর্গা পূজা উৎযাপন উপলক্ষে ধনবাড়ী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী।

এরই ধারাবাহিকতায় ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তার নেতাকর্মীরা সাত্তার কান্দি বাসস্ট্যান্ডে এসে পৌঁছালে অতর্কিত ভাবে মাহবুব আনাম স্বপন ফকিরের অনুসারীরা তাদের উপর হামলা চালায় বলে জানা যায়।

এ ঘটনায় আহতরা হলেন, মধুপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য নাজমুল ইসলাম শান্ত, ছাত্রদলের সাবেক সদস্য টনি, মধুপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক যুগ্ম সম্পাদক মানিক মিয়া, মধুপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য বাপ্পী তালুকদার, গোলাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সাবেক শ্রমিক নেতা সোহেল, কুড়াগাছা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সদস্য তানভীর তালুকদার, সাবেক ছাত্র নেতা আল আমিন ও কাজী মান্নান সহ আরও কয়েক জন।

আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্হা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপি’র মধুপুর উপজেলা শাখার পক্ষ থেকে এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানানো হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ