সেনবাগে স্ত্রীর ওপর অভিমানে স্বামীর আত্মহত্যা
স্ত্রীর ওপর অভিমান করে নোয়াখালীর সেনবাগে মোঃ সফিকুল ইসলাম (৪০) নামের এক যুবক শ্বশুর বাড়িতে সিলিং ফ্যানে সঙ্গে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।
সফিকুল ইসলাম দাগনভূঁইয়া উপজেলার রাজাপুর ইউপির আবদুল নবী গ্রামের আবদুল মালেকের ছেলে। তিনি বিগত কয়েস মাস শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন।
শনিবার বিকাল ৪টারদিকে স্ত্রী তাসলিমার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এরপর সে স্ত্রীর ওপর অভিমান করে শ্বশুর বাড়ির নিজ শয়ন কক্ষে গিয়ে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে গলায় ফাসি দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে রাত ৯টারদিকে সেনবাগ থানার এসআই সনৎ এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার ৪নং কাদরা ইউপির পূর্ব আহম্মদপুর কাকু দরবেশের বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং রবিবার সকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।সফিকুল ইসলামের দুইটি শিশু সন্তান রয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।