মধুপুরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
টাঙ্গাইলের মধুপুরে “সুদমুক্ত ক্ষুদ্রঝৃণ, ঘোচায় দারিদ্র, আনে সুদিন এ স্লোগানকে সামনে নিয়ে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত সুদ মুক্ত ক্ষুদ্র ঝৃণ কার্যক্রম গতিশীলতা আনয়ন শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মধুপুর উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানা অফিসার ইনচার্জ ইমরানুল কবির।
উপজেলা সমাজ সেবা অফিসার মো. মোস্তফা হোসাইন এর সভাপতিত্বে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম, সহকারী পরিচালক মাহবুব-উল-আলম খান নবীশ, সহকারী পরিচালক মিজানুর রহমান, জেলা রেজিষ্ট্রেশন কর্মকর্তা আসাদুল ইসলাম প্রমুখ।
এসময় মধুপুর উপজেলা সমাজসেবা অফিসের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, সুধীমহল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ঝৃণ গ্রহীতাগন উপস্থিত ছিলেন।