মধুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরনে আলোচনা ও দোয়া মাহফিল
টাঙ্গাইলের মধুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরনে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এবং মধুপুর পৌর সভার সাবেক মেয়র ও বিএনপির নেতা মরহুম সরকার শহীদের রুহের মাগফেরাত কামনায় হোটেল আদিত্যের সামনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সোমবার(২৩ সেপ্টেম্বর)সন্ধ্যায় মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধুপুর উপজেলা শাখার কেন্দ্রীয় অফিস হোটেল আদিত্যের সামনে মধুপুর পৌর বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মধুপুরে অনুষ্ঠিতব্য আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় গোলাবাড়ী ইউনিয়নের বানরগাছী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। অনুষ্ঠান শেষে তিনি গোলাবাড়ি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত বাবুলকে দেখতে তার বাড়ীতে যান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে তাহাকে আর্থিক অনুদান প্রদান করেন। পরবর্তীতে মধুপুরের নির্ধারিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি যোগদান করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল, জেলা যুবদলের সদস্য, তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মধুপুরের জনপ্রিয় নেতা মরহুম সরকার শহীদের স্ত্রী লিলি সরকার ও তার একমাত্র ছেলে সরকার আদিত্য।
এছাড়াও উপজেলা, পৌর, ও ইউনিয়ন বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের সকলের জন্য দোয়া করা হয়।