ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আ.লীগ নেতা লায়ন মানিকের
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
শুক্রবার বিকেলে ফেসবুকে নিজের আইডিতে তিনি এই পোস্ট করেন। জাহাঙ্গীর আলম এলাকায় লায়ন মানিক নামে পরিচিত। তিনি শহীদ মুক্তিযোদ্ধা তরিক উল্যাহ বীর বিক্রমের জ্যেষ্ঠ সন্তান।
৫ আগস্ট–পরবর্তী সময়ে তাঁর বাড়িতে এবং মালিকানাধীন বিপণিবিতানে হামলা-ভাঙচুর করা এবং একাধিক মামলায় জড়ানো থেকে হতাশ হয়ে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
ফেসবুক পোস্টে সরকারের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপির তালিকায় থাকা জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, ‘আমি একজন খাঁটি ব্যবসায়ী। ব্যবসা আর রাজনীতি একসঙ্গে যায় না। রাজনীতি আমার পেশাও না, নেশাও না।
বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে পটপরিবর্তনের পরেও যেভাবে রাজনীতি কলুষিত হচ্ছে এবং এক কর্তৃত্ববাদের পতন না হতেই আরেক কর্তৃত্ববাদ সৃষ্টি হওয়ার পথে যেভাবে এগোচ্ছে,সে কারণে এই প্রতিহিংসাপরায়ণ,নোংরা ও অসৎ রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেওয়া উত্তম বলে মনে করি। তাই সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি নিলাম।’