এ কে আজাদ, পাইকগাছা৷ প্রতিনিধি-(খুলনা):
খুলনার পাইকগাছায় অনিমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভ্রম্যমান আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক তাপস কুমার মিস্ত্রিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যজিস্ট্রেট ইফতেখারুল ইসলাম শামীম ওই জরিমানা করেন।
এ সময় তিনি বলেন, ছাত্রদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ক্লিনিকের নিবন্ধন নবায়ন না থাকা, ডাক্তার বসার জায়গা না থাকা, ফি তালিকা দৃশ্যমান না থাকা, নার্সের বৈধ কাগজ পত্র না থাকা, সার্বক্ষনিক চিকিৎসক না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে ক্লিনিক পরিচালনার দায়ে অনিমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিককে বিশ হাজার টাকা জরিমান করা হয়।
অনাদায়ে ১ মাসের জেল দেয়া হয়। ক্লিনিক মালিক তাপস তাপস কুমার মিস্ত্রি জরিমানার টাকা দিয়ে খালাস পান এবং তিনি এক মাসের ভিতরে ক্লিনিক এর সমস্ত কাগজপত্র নবায়ন সহ ক্লিনিকের পরিবেশ সুন্দর করবেন বলে প্রতিশ্রুতি দেন।