• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রাম নবমীতে শান্তি শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ মমতার কপিলমুনিতে বাসস চেয়ারম্যানের শুভাগমন উপলক্ষে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান ষড়যন্ত্র আরও বেশি দানা বাঁধবে ভোটের রোডম্যাপ ঘোষণা না হলে ড. ইউনূস জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন ৬৬৮১ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ আইন মন্ত্রণালয়ের চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরলো ২১ বাংলাদেশি  নোয়াখালীর কবিরহাটে শিশুকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার-১ সাধারণ মানুষের স্বার্থে ট্রাফিক ও জানজট মুক্ত করতে সাব ট্রাফিক স্টেশন উদ্বোধনে পুলিশ সুপার বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিঃ পরিবারের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোনাতলার দেয়ালে সংগ্ৰামী চিত্র আঁকছেন শিক্ষার্থরা

বিকাশ স্বর্নকার, বগুড়া প্রতিনিধি:
বিকাশ স্বর্নকার, বগুড়া প্রতিনিধি:
আপডেটঃ : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

সোনাতলার দেয়ালে সংগ্ৰামী চিত্র আঁকছেন শিক্ষার্থরা

বগুড়ার সোনাতলার দেয়ালে দেয়ালে সংগ্ৰামী চিত্র আঁকছেন শিক্ষার্থরা।এ কাজে একঝাঁক তরুণ শিক্ষার্থীরা হাতে তুলে নিয়েছেন রঙ তুলি। তারা বিভিন্ন প্রতিষ্ঠান ও অন্যান্য দেয়ালে দেওয়ালে প্রতিবাদী সংগ্রামী ও সচেতনতামূলক লেখনীর মাধ্যমে দেশ সংস্কার কাজে ঝাঁপিয়ে পড়েছেন।

সেই সাথে জীর্ণশীর্ণ স্যাতসেতে দেওয়াল গুলোকে রং ও লেখনির মাধ্যমে সাজিয়ে তুলছেন নিজ নিজ উদ্যোগে।সরেজমিনে দেখা যায়,পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স,রেলওয়ে স্টেশন,সরকারি সোনাতলা মডেল স্কুল এন্ড কলেজ,সোনাতলা পাইলট বালিকা বিদ্যালয় সহ অন্যান্য স্থানের দেয়ালে রঙ তুলির ছোঁয়ায় নানান ধরনের সংগ্ৰামি চিত্র লেখনীর মাধ্যমে তুলে ধরছেন শিক্ষার্থরা।

শহরটি শুধু সাজিয়েই তুলছেন না,বরং এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতে হাতে লাঠি মুখে বাঁশি বাজিয়ে ট্রাফিক পুলিশের দ্বায়িত্ব সহ বাজার মনিটরিংএ ভলিনটিয়ারের ভূমিকা পালন করছেন তারা। উল্লেখযোগ্য লেখনি গুলো, বল বীর চির উন্নত মম শির,পরের প্রজন্মকে ২৪এর গল্প শোনাবে, স্বাধীন এনেছি সংস্কারও আনবো,অস্ত্র নয় হৃদয় দিয়ে বাঁচান ও পানি লাগবে পানি ইত্যাদি।

স্থানীয়রা জানায়,দেয়ালে দেয়ালে এমন দৃষ্টিনন্দন শৈল্পিক কারুকার্য আগে দেখা যায়নি। যা একমাত্র উদ্যমী তরুন প্রজন্মের মাধ্যমে সম্ভব হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান,২৪শে পাওয়া বাংলাদেশে কেন থাকবে অপরিচ্ছন্নতা? তাই আমরা নিজেরাই দেশ সংস্কারের কাজে এগিয়ে এসেছি।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী,ময়নুল হাসান,রাহাত সরকার,হালিমাতুজ সাদিয়া, মোছাদ্দেক হোসেন প্রান্ত,মুসফিকুর রহমান,স্বরন, শান্ত, জিহাদ,রিফাত,আসিফ,তাহমিদ,স্নেহ,সামির প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ